এবার সাকিবকে ফেরাতে ভক্তদের আন্দোলন
১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
লাল-সবুজ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঢাকায় ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনামূখর গোটা দেশ। বিশেষ করে গত কয়েকদিন ধরে সাকিব ইস্যুতে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট। আগের দিন শেরে বাংলা স্টেডিয়ামের চত্বরে সাকিবের বিরুদ্ধে একাট্টা হয়েছিলেন ছাত্র-জনতা। এবার সাকিবকে ফেরাতে ভক্তরা নামলেন আন্দোলনে। গতকাল একই সময়ে শেরে বাংলা স্টেডিয়াম চত্বরে বিক্ষোভের ডাক দিয়েছিলদুই পক্ষ। বৃষ্টি মাথায় নিয়ে সাকিব ভক্তরা বিকাল সাড়ে ৩টার দিকে স্টেডিয়ামের মূল ফটকের সামনে মিছিল করেন। কিছুক্ষণ পর তার বিরোধীদের স্টেডিয়ামের এক পাশে দেখা গেলেও তাদের মিছিল করতে দেখা যায়নি। বেশ কিছুক্ষণ ধরেই চলে সাকিব ভক্তদের বিক্ষোভ। এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেওয়া হয় আল্টিমেটাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াডে ছিলেন সাকিব। মিরপুরে নিজের শেষ ম্যাচটি খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর তার সব আয়োজন ঠিকঠাকই ছিল। বাঁহাতি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে বৃহস্পতিবার রওনাও হয়েছিলেন। কিন্তু দুবাইয়ের ট্র্যানজিটে এসে শেষ মুহূর্তে দেশে ফেরার সবুজ সঙ্কেত না পেয়ে ফিরে গেছেন। সাকিব। তার দেশে ফেরার খবরে বিরোধীরা বৃহস্পতিবার বিক্ষোভ করেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে। তারা বিসিবিকে আল্টিমেটাম দিয়ে বলেন, সাকিবকে আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখতে চান না। বিসিবি যদি তাদের দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে তারা মিরপুর ব্লকেড করে ফেলবেন। এমন আল্টিমেটামের একদিন পর সাকিব ভক্তরা কাল মিরপুরে জড়ো হন। বৃষ্টি মাথায় নিয়েই বিক্ষোভ করেন তারা। বিশাল ব্যানার নিয়ে তাদের মিছিল চলতে থাকে। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ান মেনে নিবো না।’ ব্যানারে আরও লেখা ছিল, ‘সাকিবের বিরুদ্ধে মব কালচার বন্ধের আহবান।’ তারা চান, সাকিবের নিরপত্তা। সাবেক অধিনায়কের পাশে তারা সবসময় আছেন বলে জানান। বিক্ষোভকারীদের একজন দৈনিক ইনকিলাবকে বলেন,‘সাকিব তো রাজনীতির শিকার হচ্ছেন। চুপ থাকা তো কোনও অপরাধ না। একটা মানুষ দেশের জন্য এত কিছু করেছে, আর সেই মানুষটার ইচ্ছা পূরণ হবে না, এটা তো হতে পারে না। আমাদের দাবি একটাই সাকিবকে নিরাপদে দেশে ফিরিয়ে এনে তার ইচ্ছা পূরণ করতে হবে। যদি এটা না করা হয় আমরা এখান থেকে সরবো না। আমাদের আন্দোলন চলতেই থাকবে।’
শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে আন্দোলরত সাকিব ভক্তদের সেøাগান ছিল- ‘উই ওয়ান্ট জান্টিস’ ‘সাকিব- সাকিব’। এছাড়া সাকিব খেলবেই, খেলবেই মিরপুরে খেলবেই- এমন সব সেøাগানে প্রকম্পিত হয় স্টেডিয়াম এলাকা। সাকিব শাওন নামের এক ভক্ত বলেন,‘আমরা যে কোনো মূল্যে সাকিবকে দেশে দেখতে চাই। সাকিব মিরপুরে খেলবে এটা আমরা চাই। ভাইয়ের ইচ্ছা পূরণ না হলে আমাদের আন্দোলন কেউ থামাতে পারবে না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত