ভারতের শেষের ধ্বসে সহজ লক্ষ্য পেল নিউজিল্যান্ড
১৯ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৫ পিএম
সরফরাজ খান ও ঋশাব পন্তের ব্যাটে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ভারত। কিন্তু বৃষ্টি বিঘ্নিত দিনে শেষের ধ্বসে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারল না ভারত।
ব্যাঙ্গালুরুতে দুই দলের মধ্যকার প্রথম টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডের লক্ষ্য ১০৭ রান। আর ভারতের দরকার ১০ উইকেট।
প্রথম ইনিংসে স্রেফ ৪৬ রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করতে পারে ৪৬২ রান। অথচ একটা পর্যায়ে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ৪০৮! তার মানে ৫৪ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এই ম্যাচ জিতলে দারুণ এক কীর্তি গড়বে ভারত। ৫০ রানের নিচে অলআউট হয়েও টেস্ট জয়ের ঘটনা আছে মাত্র একটিই। ১৮৮৭ সালে সিডনিতে ৪৫ রানে অলআউট হয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে থাকার পরও টেস্ট জিততে পারলে আরও বড় রেকর্ড গড়বে ভারত। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ২৯১ রানের চেয়ে বেশি পিছিয়ে থেকে জয়ের কোনো রেকর্ড নেই।
শনিবার চতুর্থ দিন ২১ ওভার মতো খেলার সুযোগ ছিল নিউজিল্যান্ডের, কিন্তু আলোক স্বল্পতায় ৪ বলের বেশি খেলা সম্ভব হয়নি। এরপর তো শুরু হয় তুমুল বৃষ্টি।
৩ উইকেটে ২৩১ রান নিয়ে দিন শুরু করে ভারত। চতুর্থ উইকেটে পন্ত-সরফরাজের ১৭৭ রানের জুটির পরই ভেঙে পড়ে ভারতের ইনিংস।
সরফরাজ আউট হওয়ার আগে ১৮টি চার ও ৩টি ছয়ে ১৯৫ বলে করেছেন ক্যারিয়ার সেরা ১৫০ রান। তাকে কাভারে ক্যাচ বানিয়ে ধ্বসের শুরুটা করেন টিম সাউদি। বাকি ছয় উইকেট সমান ভাগ করে নেন ম্যাট হেনরি ও উইলিয়ান ও’রুক।
পন্ত ১ রানের জন্য সেঞ্চুরি পাননি। ও’রুকের বলে বোল্ড হওয়ার আগে ১০৫ বলে ৯৯ রানের ইনিংসে এই কিপার-ব্যাটার মেরেছেন ৯টি চার ও ৫টি ছয়।
৬২ ইনিংসের ক্যারিয়ারে এ নিয়ে সাতবার নড়বড়ে নব্বইয়ে আউট হলেন পন্ত। সর্বোচ্চ দশবার করে নড়বড়ে নব্বইয়ে আউটের রেকর্ড আছে তিনজনের- স্টিভ ওয়াহ (২৬০ ইনিংস), রাহুল দ্রাবিড় (২৮৬ ইনিংস) ও শচীন টেন্ডুলকারের (৩২৯ ইনিংস)।
লাঞ্চের আগেই জাদুকরী তিন অঙ্কে পৌঁছে যান সরফরাজ। ১১০ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন এই ২৬ বছর বয়সী ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ভারতের নিয়তিম পারফরমারতের একজন সরফরাজ। গত ফেব্রুয়ারিতে রাজকোটে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি করেছিলেন তিনি। একটিতে ছিলেন অপরাজিত। সিরিজের পরের টেস্টে করেন ১৪ ও শূন্য। তৃতীয় টেস্টেও একমাত্র ইনিংসে করেন ফিফটি। এরপরও দলে নিয়মিত হতে পারেননি তিনি। সুযোগটা যে পেয়েছিলেন দলের নিয়মিত সদস্য চোটে পড়ায়।
এবারও শুবমান গিলের চোটের কারণে ভাগ্য খুলে যায় সরফরাজের। সুযোগটা নিতি কী দুর্দান্তভাবেই না জাকে লাগালেন। এরপরও গিল ফিরলে হয়ত তার দলে থাকা অনিশ্চিত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪৬
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪০২
ভারত ২য় ইনিংস: ৯৯.৩ ওভারে ৪৬২ (আগের দিন ২৩১/৩) (সারফারাজ ১৫০, পান্ত ৯৯, রাহুল ১২, জাদেজা ৫, অশ্বিন ১৫, কুলদিপ ৬*, বুমরাহ ০, সিরাজ ০; সাউদি ১৫-২-৫৩-১, হেনরি ২৪.৩-৩-১০২-৩, ও'রোক ২১-৪-৯২-৩, এজাজ ১৮-৩-১০০-২, ফিলিপ্স ১৫-২-৬৯-১, রাভিন্দ্রা ৬-০-৩০-০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১০৭) ০.৪ ওভারে ০/০ (ল্যাথাম ০*, কনওয়ে ০; বুমরাহ ০.৪-০-০-০)
*চতুর্থ দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত