জয়-মুশফিকের ব্যাটে লড়াইয়ে বাংলাদেশ
২২ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পিএম
হতাশার প্রথম দুই সেশনের পর শেষ সেশনটা পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হতে দিল না বাংলাদেশ। প্রথম ইনিংসে দুইশো’র্ধো রানে পিছিয়ে পড়ার পর মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে রেখেছে স্বাগতিকরা।
মিরপুরে টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। ইনিংস হার এড়াতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে এখনও করতে হবে ১০১ রান। আলোক স্বল্পতায় এদিনও খেলা শেষ হয়েছে আগেভাগেই।
অবিচ্ছিন্ন ৪২ রানের চতুর্থ উইকেট জুটিতে ৮০ বলে ৫ চারে ৩৮ রানে ব্যাট করছেন জয়। পাল্টা আক্রমণে ২৬ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর।
ব্যক্তিগত এই ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
২০২ রানে পিছিয়ে ব্যাটে নেমে তৃতীয় ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার বলে শর্ট লেগে ক্যাচ দেন সাদমান। দুই বল পর তৃতীয় স্লিপে আটকা পড়েন মুমিনুল। ৪ রানে ২ উইকেট নেই হয়ে যায় বাংলাদেশের!
শান্তকে লেগ এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি ভাঙেন কেশব মহারাজ। ৪৯ বলে ২৩ রান করে ফেরেন শান্ত। ২০২৪ সালে ১৩ ইনিংসে শান্তর ব্যাটিং গড় ২০.৯২!
এরপর সেই জয়-মুশফিক জুটি।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৮৮.৪ ওভারে ৩০৮ রান করে। দ্বিতীয় দিনের ৪৭.৪ ওভারে ৪ উইকেটের বিপরীতে ১৬৮ রান করে প্রটিয়ারা। তাদের প্রথম ৬ উইকেট থেকে আসে ১০৮ রান। আর শেষ ৪ উইকেট মিলিয়ে করে ২০০ রান।
৮ চার ও ২ ছক্কায় ১৪৪ বলে ১১৪ রান করেন ভেরেইনা। এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি করের পর দেশের তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে এশিয়ায় সেঞ্চুরি করলেন তিনি।
ভিয়ান মুল্ডারের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৪ রান। দুজনের সপ্তম উইকেট জুটির সংগ্রহ ১১৯ রান।
দশ নম্বরে নেমে ৮৭ বলে ৩২ রান করেন ডেন পিট। তার সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ৩ ও মেহেদী হাসান মিরাজের শিকার ২টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮.৪ ওভারে ৩০৮ (আগের দিন ১৪০/৬) (ভেরেইনা ১১৪, মুল্ডার ৫৪, মহারাজ ০, পিট ৩২, রাবাদা ২*; হাসান ১৯-২-৬৬-৩, মিরাজ ১৫.৪-০-৬৩-২, তাইজুল ৩৬-৩-১২২-৫, নাঈম ১৮-১-৪৯-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১০১/৩ (জয় ৩৮*, সাদমান ১, মুমিনুল ০, শান্ত ২৩, মুশফিক ৩১*; রাবাদা ৭-৩-১০-২, মুল্ডার ৭-১-২৩-০, মহারাজ ৯-০-৩৩-১, পিট ৪.১-০-২৯-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের সীমান্ত নিষেধাজ্ঞা নীতিতে অভিবাসীদের মধ্যে হতাশা
শিশুদেরও আটক রাখা হতো হাসিনার গোপন কারাগারে, খেতে দেয়া হতো না মায়ের দুধ
এক ছাতার নিচে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা : ডা. জাহিদ
চীনা পণ্যে ১০% শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের
ভোলায় বাল্কহেডের ধাক্কায় জেলে নৌকাডুবি, ১ জেলে নিখোঁজ
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তার আশ্বাস জার্মানির
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত ১০, গাজায় দুই দিনে ১২০ লাশ উদ্ধার
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সাবেক শিল্পমন্ত্রী সামসুল ইসলাম খানের ১৯তম মৃত্যু বার্ষিকী আজ
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশের বিরুদ্ধে ২২টি রাজ্যের মামলা
লজ্জায় পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের
বিবাহ কর বাতিল, ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঈশ্বরদী পৌরসভার গ্রাহকের কাছে বকেয়া পানির বিল পাওনা প্রায় ১৬ লাখ টাকা, পানি সরবরাহে ত্রুটির অভিযোগ
ডিআরইউ সদস্য ও পরিবারের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সার জয়ের হাসি
জোড়া গোলে রোনালদোর 'সেঞ্চুরি', আল নাসরের জয়
লিলকে হারিয়ে লিভারপুলের সাতে সাত
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন