এসেই উইকেট নিলেন নাসুম
১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
চতুর্থ ওভারে প্রথম আঘাত হানার পর ভালো বোলিং করেও মিলছিল না উইকেটের দেখা। বোলিংয়ে এসে প্রথম বলেই ব্রেক থ্রু এনে দিলেন নাসুম আহমেদ। বাংলাদেশ পেল দ্বিতীয় উইকেটের দেখা।
১৭তম ওভারে পাওয়া নাসুমের সেই উইকেটের বড় কৃতিত্ব মিরাজের। সুইপ করেছিলেন সেদিকউল্লাহ আটাল। স্কয়ার লেগে বৃত্তের অনেকটা ভেতরে দাঁড়ানো মিরাজ দারুণভাবে লাফিয়ে চমৎকার ক্যাচ নেন।
৫১ বলে ৫ চারে ৩৯ রান করে ফেরেন সেদিকউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৫২ রানের দ্বিতীয় উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি। ৩৮ বলে ২২ রানে অপরাজিত রেহমাত শাহ।
সবশেষ: ২৫৩ রানের লক্ষ্যে আফগানিস্তান ২১ ওভারে ৮৪/২
প্রথম আঘাত তাসকিনের
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তান শিবিরে প্রথম আঘাত হানলেন তসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল রহমানউল্লাহ গুরবাজের ব্যাট ছুঁয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে চলে যায়।
২৫৩ রানের লক্ষ্যে চতুর্থ ওভারে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারাল আফগানরা।
সবশেষ: আফগানিস্তান ৮ ওভারে ৩২/১
বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি
বাংলাদেশের ইনিংসের পর একটা সম্ভাবনা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। তাদের হিসাব মতে এ ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। তারা বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছে ৬৪.১৬ শতাংশ, আফগানিস্তানের ৩৫.৮৪ শতাংশ।
শান্ত-জাকেরের ব্যাটে লড়াইয়ের পুঁজি
ব্যাট হাতে ভালো শুরু পেলেন স্বীকৃত ব্যাটারদের প্রায় সকলেই। কিন্তু ফিফটি পেলেন কেবল নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে কিছুটা প্রত্যাশার দাবি মেটান অভিষিক্ত জাকের আলি। তাতে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ।
শারাজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোববার আফগানদের ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন শান্ত। বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হওয়া জাকের ২৭ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টসে জিতে ব্যাটে নামা বাংলাদেশের শুরুটা ভালো হতে হতেও হয়নি। ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ ফেরেন আল্লাহ মোহাম্মদ গজনফরকে উড়িয়ে মারতে গিয়ে ১৭ বলে ২২ রান করে।
দ্বিতীয় উইকেটে ৯৩ বলে ৭১ রানের জুটি গড়েস সৌম্য সরকার ও শান্ত। সৌম্যকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন রশিদ খান। ভিডিও রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। রিভিউ নিলে ফিরতে হতো না সৌম্যকে। নন স্ট্রাইক প্রান্তে থেকেও ব্যাপারটা ধরতে পারেননি শান্ত!
তৃতীয় উইকেটে আরেকটি ফিফটি জুটিতে নেতৃত্ব দেশ অধিনায়ক। ৮৩ বলে ৫৩ রানের জুটি গড়ে মিরাজ রশিদের বলে বোল্ড হন ৩৩ বলে ২২ রান করে।
তাওহীদ হৃদয় (১৬ বলে ১১) আউট হন থিতু হয়ে। পরপরই ফেরেন শান্ত। ১১৯ বলে ৭৬ রানের ইনিংসটি অধিনায়ক সাজান ৬ চার ও ১ ছক্কায়। খারোতের একই ওভারে ফেরেন মাহমুদউল্লাহও (৩)।
সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অভিষিক্ত জাকের আলি ও রিশাদ হোসেনের জায়গায় দলে ফেরা নাসুম আহমেদ। ২ ছয় ও ১ চারে ২৪ বলে ২৬ রান করেন নাসুম। শেষটা টানেন জাকের।
খারাতে ৮ ওভার বোলিং করে ২৮ রানে নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন গজনফর ও রশিদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা