শান্ত, মিরাজ, রিয়াদের উন্নতি
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পরও আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছালেন তিনি। গতকাল ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শান্ত ছাড়াও এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমান।
সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। পরে চোটের কারণে তৃতীয় ম্যাচ থেকে ছিটকে যান শান্ত। তবে দুই ম্যাচের পারফরম্যান্সেই ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এখন ৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও সবার ওপরে তিনি। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর আঙ্গুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পঞ্চাশের ভেতরে নেই। এদিকে, শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে লুঙ্গি এনগিডির সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে উঠেছেন মেহেদী মিরাজ। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট পাওয়া মুস্তাফিজ ৬ ধাপ এগিয়ে প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বরে। এছাড়া এক ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন তাসকিন আহমেদ। বিবর্ণ সিরিজ কাটিয়ে ১০ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান আরও পোক্ত করেছেন বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়ানো মোহাম্মাদ নাবি। সিরিজের তিন ম্যাচে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন মিরাজ।
এদিকে, বোলিংয়ে এখন সবার ওপরে শাহিন শাহ আফ্রিদি। এক বছর পর ফের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই পাক তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর সিরিজে বল হাতে আগুন ঝরিয়ে আইসিসি র্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন পাকিস্তানের পেসাররা। ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন হারিস রউফ। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রায় ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে বড় অবদান রাখেন আফ্রিদি। এর সৌজন্যে তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন বাঁহাতি পেসার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি। আফ্রিদির ঝুলিতে এখন ৬৯৬ রেটিং পয়েন্ট। এটিই তার ক্যারিয়ার সেরা। এছাড়া সিরিজে ১০ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন রউফ। আপাতত ৬১৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে তার অবস্থান। রেটিং ও র্যাঙ্কিং- দুটিই তার ক্যারিয়ার সেরা। বোলারদের সেরা দশে রদবদল আছে আরও কিছু। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন অ্যাডাম জম্পা। জশ হেজেলউড ৩ ধাপ পিছিয়ে নেমেছেন দশে। ফলে এগিয়েছেন বার্নার্ড শুলজ, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট ও মোহাম্মদ সিরাজ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। এছাড়া পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে মোহাম্মাদ নাবি। ২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই। এক ধাপ এগিয়ে এখন তিন নম্বরে আরেক আফগান অলরাউন্ডার রশিদ খান। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আছে বেশ কিছু পরিবর্তন। ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের ভেতরে এক ধাপ করে এগিয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও নিকোলাস পুরান। আপাতত দুই নম্বরে সল্ট, বাটলার ছয়ে এবং পুরানের অবস্থান দশম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন সাঞ্জু স্যামসন। এছাড়া রিজা হেন্ড্রিকস দুই ধাপ এগিয়ে ১২ ও ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন লকি ফার্গুসন। বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আদিল রাশিদ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে লিয়াম লিভিংস্টোন। এছাড়া হাসারাঙ্গা ১ ধাপ এগিয়ে পঞ্চম ও রোমারিও শেফার্ড ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ