শান্তর চোটে উইন্ডিজ সফরে দীপু
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
অধিনায়কের চোট সুখবর বয়ে আনল শাহাদাত হোসন দীপুর জন্য। নাজমুল হোসেন শান্ত ছিটকে পড়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান। গতপরশু রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের খবর জানায় বিসিবি। গত মার্চে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন শাহাদাত। তিন সিরিজ পর আবার সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শাহাদাতের। এখন পর্যন্ত খেলা চার টেস্টে তেমন কিছু করতে পারেননি। মাত্র ১৪.৭৫ গড়ে তার সংগ্রহ ১১৮ রান। আট ইনিংসে একবার শুধু ত্রিশ ছুঁতে পেরেছেন তিনি। পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়ার পর তার ফেরার পথ হিসেবে ‘এ’ দলের সিরিজ ও জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করতে হবে জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সেই অভিযানেও ব্যর্থ ছিলেন শাহাদাত। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে একবারও ত্রিশ করতে পারেননি তিনি। পরে জাতীয় লিগেও প্রথম তিন রাউন্ডে হতাশ করেন চট্টগ্রাম অধিনায়ক। তবে চতুর্থ রাউন্ডে বরিশালের বিপক্ষে শাহাদাতের ব্যাট থেকে আসে ২৪৯ বলে ১১৬ রানের ইনিংস। ছয় ঘন্টার বেশি সময় ক্রিজে থেকে ১০ চারে নিজের ইনিংস সাজান ২২ বছর বয়সী ব্যাটসম্যান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির পরপরই প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরলেন শাহাদাত। ওয়েস্ট ইন্ডিজ সফরের চোট জর্জর স্কোয়াডে মিডল-অর্ডারে বড় দায়িত্ব পালন করতে হতে পারে তার। সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুচকিতে টান লাগে শান্তর। তাই ওই ম্যাচে অর্ধেকের বেশি সময় মাঠের বাইরেই থাকতে হয় তাকে। পরে পরীক্ষানিরীক্ষা করে চোটের তীব্রতা বেশি দেখা যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও ক্যারিবিয়ান সফরের টেস্ট সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয় বাঁহাতি ব্যাটসম্যানকে। শান্তর অনুপস্থিতিতে আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান সফরে সাদা পোশাকের ক্রিকেটেও এই দায়িত্ব পালন করবেন অফ স্পিনিং অলরাউন্ডার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর। এর আগে আগামীকাল থেকে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ