এক যুগ পর কিউইদের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়
১৮ নভেম্বর ২০২৪, ০৫:১২ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:১২ এএম
পাল্লেকেলের বোলিং সহায়ক উইকেটে যেন ব্যাটিংটাই ভুলতে বসেছিল দুই দলের ব্যাটসম্যানরা।আগে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের সম্মান রক্ষা হয় মার্ক চাপম্যান ও মিচেল হের ব্যাটে।তবে মামুলি টার্গেটে তাড়ায় নেমেও খেই হারিয়ে ফেল শ্রীলঙ্কা।তবে বাকি আসা-যাওয়ার মাঝে অনবদ্য ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের নায়ক বনে যান কুশল মেন্ডিস।
পাল্লেকেলের বোলিং সহায়ক উইকেটে যেন ব্যাটিংটাই ভুলতে বসেছিল দুই দলের ব্যাটসম্যানরা।আগে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া কিউইদের সম্মান রক্ষা হয় মার্ক চাপম্যান ও মিচেল হের ব্যাটে।তবে মামুলি টার্গেটে তাড়ায় নেমেও খেই হারিয়ে ফেল শ্রীলঙ্কা।তবে বাকি আসা-যাওয়ার মাঝে অনবদ্য ব্যাটিংয়ে স্বাগতিকদের জয়ের নায়ক বনে যান কুশল মেন্ডিস।
পাল্লেকেলেতে রোববার বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে নিউজিল্যান্ড অলআউট হয় ২০৯ রানে।জবাবে কুশল মেন্ডিসের হার না মানা ১৪৩ রানের ইনিংসে এক ওভার আগেই জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩ উইকেটের জয়ে ২-০ তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ একটি হাতে রেখে জিতে নিলো শ্রীলঙ্কা।
১২ বছর পর নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল লঙ্কানরা। এই সংস্করণে চলতি বছরে তাদের পঞ্চম সিরিজ জয় এটি।
একদিনের ক্রিকেটে ২০১২ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করলো তারা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুই দলেরই ইনিংস কমে দাঁড়ায় ৪৭ ওভারের। তাও পুরো ইনিংস শেষ করতে পারেনি নিউজিল্যান্ড। ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট তারা। অথচ একশ রানের আগেই চার উইকেট হারালেও তারা হে ও চাপম্যানের জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল। ৩৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে।
৯৮ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রাথমিক বিপর্যয় সামলে নিয়ে তাদেরকে ম্যাচে ফেরান চাপম্যান ও হে। দুজনের ৭৫ রানের জুটি ভেঙে ব্রেকথ্রু আনেন আসিথা ফার্নান্ডো। ৮১ বলে ৭ চার ও ৩ ছয়ে সাজানো চাপম্যানের ৭৬ রানের ইনিংস শেষ হতেই ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। হে কোনোরকমে দলকে দুইশ পার করেন। ৬২ বলে চার চারে ৪৯ রান করে তিনি শ্রীলঙ্কার শেষ শিকার হন।
এই সময়ে আসিথা ও জেফ্রি ভ্যান্ডারসে একই ওভারে দুটি করে উইকেট নেন। মাহিশ ঠিকশানা পরপর দুই ওভারে উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন। ৯.১ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়ে সেরা বোলিং করেন তিনি। ভ্যান্ডারসে সমান উইকেট নেন ৪৬ রান খরচায়।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে চাপে পড়ে। দলীয় ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন কুশল মেন্ডিস। তার ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও এনে দেয়। শেষ দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস মেন্ডিসের কাজকে সহজ করেছেন।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন স্যান্টনার, স্মিথ এবং ফিলিপ্স। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ