সাবলীল থেকেই এমন গতি!
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ছিল চরম ব্যাকফুটে। আরেকটি ব্যর্থতার গল্প লেখার প্লট ছিলো তৈরি। তবে তৃতীয় দিনে পুরো মোড় ঘুরিয়ে দিলেন নাহিদ রানা। চেহারায় শান্ত, মিষ্টি ভাব থাকলেও বোলিংয়ে ঝরালেন আগুন। গতি, বাউন্সের তোড়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে লিড পাইয়ে দিলেন বাংলাদেশকে। দিনের খেলা শেষে তিনি বলছেন এমন বল করতে খুব বেশি কিছু করা লাগেনি তার।
নিজেরা ১৬৪ রানে গুটিয়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে আটকে ১৮ রানের লিড নিয়ে নেয় বাংলাদেশ। ৬৫ ওভারের মধ্যে ১৮ ওভার বল করে ৬১ রানে ৫ উইকেট নেন নাহিদ। ২২ বছর বয়েসী চাঁপাই নবাবগঞ্জের পেসারের এটিই প্রথম পাঁচ উইকেট। বিসিবির পাঠানো ভিডিওতে নিজের সাফল্য নিয়ে মুখচোরা নাহিদ, ‘৫ উইকেট পেয়েছি শুকর আলহামুদিল্লাহ। বেশি কিছু চেষ্টা করিনি। চেষ্টা করেছি ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে কীভাবে বল করা যায়। এবং কোন পরিস্থিতিতে কোন ব্যাটসম্যানকে কীভাবে বল করা যায়।’
নাহিদের বোলিংয়ে ম্যাচে ফিরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংও জুতসই হয়েছে। ৫ উইকেটে ১৯৩ রান তুলে ২১১ রানের হয়ে গেছে বাংলাদেশের। এই লিড আড়াইশ ছাড়িয়ে নিতে পারলেই নিজেদের জেতার রাস্তা পরিষ্কার দেখছেন নাহিদ, ‘অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আড়াইশ (লক্ষ্য) দিতে পারলে চতুর্থ দিনে ব্যাটারদের জন্য কঠিন হবে। উইকেটে অসমান বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। এই উইকেটে ব্যাটারদের জায়গা না দিয়ে রান আটকে বল করলেই হবে, ব্যাটাররা অনেক কিছু চেষ্টা করবে। বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করা ভালো।’ ম্যাচে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে এই ফাস্ট বোলার বলেন, ‘আমরা এখন ভালো জায়গায় আছি, এখান থেকে যদি ২৫০ রানের ওপরে যেতে পারি, চার নম্বর দিনে উইকেট কঠিন হবে, বাউন্স অসমান থাকবে, স্পিনাররা টার্ন পাবে, চার নম্বর দিন থেকে ভালো কিছু একটা বের করব ইনশাআল্লাহ।’
অভিষেকের পর থেকেই দারুণ বোলিং করছেন। দিন যত যাচ্ছে, গতি আর ধার- দুটিই বাড়ছে নাহিদের। ক্রেইগ ব্রাফেট, কাভেম হজদের গতি দিয়ে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন। নাহিদ যে এমনটা করতে পারেন, সেটা জানত টিম ম্যানেজমেন্ট। তরুন এই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। বলেছেন, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করলে উইকেট পাবেনই, ‘আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করবেন, আপনি আসলে উইকেট পাবেনই। আমাদের ওকে দেখেশুনে রাখতে হবে। এ কারণেই ও প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশপাশে তাসকিন ও হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারীর মৃত্যু
স্বৈরাচারী হাসিনা গত ১৬ বছর বিরোধী দলগুলো দমন নিপীড়নে ব্যস্ত ছিল : কুমিল্লা মহানগর জামায়াতের আমির
ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পূর্বে ন্যাটোতে ব্লিঙ্কেনের শেষ সফর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাস্টার প্ল্যান পুনর্গঠন করা হবে : নৌপরিবহন উপদেষ্টা
লক্ষ্মীপুরে অবাদে চলছে ফিটনেস বিহীন যানবাহন, নিশ্চুপ পুলিশ ও বিআরটিএ
কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাটুরিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম