বসুন্ধরাকে হারিয়ে দশজনের মোহামেডান শীর্ষে
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট এক ম্যাচের বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ১৩ দিন পর সেই হারের মধুর প্রতিশোধ সাদাকালোরা তুললো ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তাও আবার একজন কম নিয়ে খেলে। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরাকে ১-০ গোলে হারিয়ে তালিকার শীর্ষে উঠলো দশজনের মোহামেডান। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সহজ জয় পেয়ে বসুন্ধরাকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
লাল কার্ড, পেনাল্টিতে গোল মিস, গ্যালারিতে রং ছোড়াছুড়ি-সবই ছিল বসুন্ধরা-মোহামেডান ম্যাচে। ৭০ মিনিটেরও বেশি সময় দশজন নিয়ে খেলে জিতেছে মোহামেডান। ছুটির দিনে বাংলাদেশের ক্লাব ফুটবলের দুই জায়ান্টের খেলা দেখতে কাল ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। মোহামেডান গোল পাওয়ার পর গ্যালারিতে সমর্থকরা রং ছিটিয়ে উৎসব করেন। প্রথম গোলের মিনিট পনেরোর মধ্যে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন দিয়াবাতে। তার নেওয়া পেনাল্টি শট প্রতিপক্ষ দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ রুখে দিলে কিংসের সমর্থকরাও রং ছিটিয়ে আনন্দ করেন।
ম্যাচের শুরু থেকে দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধ কাটে গোলহীন। ম্যাচ শুরুর ২৫ মিনিটের মধ্যেই দশজনের দলে পরিণত হয় মোহামেডান। এসময় সতীর্থের উড়ন্ত পাসের বল কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন নিয়ন্ত্রণ নেওয়ার আগেই মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন এগিয়ে আসেন। দু’জনই ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু রেফারি সাইমুম সানি সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে মোহামেডানের গোলরক্ষককে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। সুজন বেরিয়ে গেলে ফরোয়ার্ড পজিশনের আরিফকে উঠিয়ে দ্বিতীয় গোলরক্ষক সাকিব আল হাসানকে মাঠে নামান মোহামেডান কোচ আলফাজ আহমেদ। বসুন্ধরা কিংস কাগজে কলমে সাদাকালোদের চেয়ে শক্তিশালী দল। তাছাড়া ম্যাচের বেশিরভাগ সময় একজন বেশি নিয়ে খেলেছে তারা। তারপরও দশজনের মোহামেডানের বিপক্ষে গোল পায়নি লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। উল্টো নিজেদের রক্ষণ সামলে সাদাকালোরা চড়াও হয়েছে কিংসের রক্ষণদূর্গে। ৩০ মিনিটে আর্নেস্ট বোয়েটাংয়ের জোরালো শট কিংস গোলরক্ষক শ্রাবণ তালুবন্দি করেন। ৪৫ মিনিটে বসুন্ধরা কিংসের মোহাম্মদ সোহেল রানার জোরালো শট মোহামেডানের বদলি রক্ষক সাকিব বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন। গোলশূন্য অবস্থান প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে এগিয়ে যেতে মরিয়া ছিল দু’দলই। বসুন্ধরা বলের নিয়ন্ত্রণ বেশি নিয়ে আক্রমণে এগিয়ে থাকলেও সমান সুযোগ পায় দু’দলই। সাদাকালোদের বদলি গোলরক্ষক সাকিব দ্বিতীয়ার্ধে দারুণ দক্ষতা দেখান। ম্যাচের ৫৪ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের শটসহ কমপক্ষে চারটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন সাকিব। চার মিনিট পর সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৫৮ মিনিটে রহিম উদ্দিনের থ্রু পাস থেকে বক্সের সামনে বল পান দিয়াবাতে। বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক শ্রাবণকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি জোরালো শটে গোল করেন দিয়াবাতে (১-০)। ম্যাচের ৭৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা নষ্ট করেন মোহামেডানের অধিনায়ক। এসময় রহিম উদ্দিনকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। দিয়াবাতের শট গোলরক্ষক শ্রাবণ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মতিঝিলের দলটি। ম্যাচ জিতে দুই খেলার দু’টিতেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট পাওয়া বসুন্ধরার অবস্থান তিনে।
এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রহমতগঞ্জ। তারা ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ৫৫ ও ৬৮ মিনিটে রহমতগঞ্জের পক্ষে জোড়া গোল করেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। দুই ম্যাচর দু’টিতেই জিতে গোল গড়ে পিছিয়ে থেকে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রহমতগঞ্জ। আর দুই ম্যাচ হেরে তলানীতে চট্টগ্রাম আবাহনী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন
সিলেটে আজহারীর তাফসির মাহফিল আলিয়া মাঠের পরিবর্তে এমসি কলেজ মাঠে