টানা তিন জয়ে প্লে-অফে খুলনা
১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
টানা তিন ম্যাচ জিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা বিভাগ।
আজ লিগ পর্বের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে খুলনা ৩৪ রানে হারিয়েছে রংপুর বিভাগকে। এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে প্লে-অফে এলিমিনেটর ম্যাচ খেলবে খুলনা। সেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে চট্টগ্রাম।
খুলনার বিপক্ষে ম্যাচের আগেই প্লে-অফ নিশ্চিত করেছিলো টেবিলের দ্বিতীয়স্থানে থাকা রংপুর। প্রথম কোয়ালিফাইয়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর। ৭ ম্যাচে মেট্রোর ১৪ ও রংপুরের আছে ১০ পয়েন্ট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ রানের সূচনার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে বড় জুটি পায় খুলনা। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ও মোহাম্মদ মিথুন ৬৮ রানের জুটি গড়েন। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে ৬৬ রানে আউট হন হাকিম।
তৃতীয় উইকেটে ৯০ রানের জুটিতে খুলনার বড় সংগ্রহের পথ তৈরি করেন মিথুন ও ইমরুল কায়েস। শেষ ওভারে আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন মিথুন। তার ৪৯ বলের ইনিংসে ৫টি চার ও ৪টি ছক্কা ছিলো। ৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন ইমরুল। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় খুলনা।
জবাবে খুলনার দুই স্পিনার শেখ পারভেজ জীবন ও টিপু সুলতানের ঘূর্ণিও সামনে বড় ইনিংস খেলতে পারেনি রংপুরের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে রংপুর।
ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দলের হারের ব্যবধান কমিয়েছেন অধিনায়ক আকবর আলি। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে ৫২ রান করেন আকবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন।
খুলনার জীবন ও সুলতান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিথুন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ: ২০ ওভারে ১৯৫/৪ (এনামুল ৯, আজিজুল ৬৬, মিঠুন ৭১, ইমরুল ৪০*, মৃত্যুঞ্জয় ০, টুটুল ১*; মুকিদুল ৩-০-৩১-০, এনামুল ৪-০-২৮-০, আলাউদ্দিন ৪-০-৪৪-১, রবিউল ৪-০-৩১-২, আরিফ ৪-০-৩৮-১, রিজওয়ান ১-০-২১-০)।
রংপুর বিভাগ: ২০ ওভারে ১৬১/৯ (রিজওয়ান ০, তানবীর ২৬, নাঈম ১৪, আল মামুন ২৭, আকবর ৫২, আরিফুল ০, আলাউদ্দিন ২, এনামুল ১৬, রবিউল ১, মুকিদুল ১৬*, আরিফ ৯*; আল আমিন ৩-০-৩১-১, নাহিদুল ৩-০-৩৫-০, টুটুল ৪-০-৩৩-১, মৃত্যুঞ্জয় ২-০-১৭-১, জীবন ৪-০-২৩-৩, টিপু ৪-১-২০-৩)।
ফল: খুলনা বিভাগ ৩৪ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ মিঠুন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার
এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধুর চালক নিহত
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা পরিচয়দানকারী সাতক্ষীরা কালীগঞ্জ নলতার এক প্রতারক আটক
ঝিকরগাছায় অভিনব কায়দায় ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১
সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক
শান্তিপূর্ণ পরিবেশে বড়দিনের উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করা হবে- শেরপুরের পুলিশ সুপার
পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ শওকত আলী খান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশ এর যৌথ উদ্যোগ
সোনালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হলেন গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ
‘মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছেন তারা’
ড্রাইভারদের জন্য বিওয়াইডি বংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি
‘কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আমার বিরুদ্ধে লেগেছিল’
ভাইব্রেন্ট এখন উত্তরায়
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
গাজীপুরে আ. লীগ নেতার সাথে বিএনপি নেতাদের সেলফি: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
মহেশপুর সীমান্তে পাচারের শিকার কিশোরী উদ্ধার, ৩ পাচারকারী আটক
জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপি জনগণকে ভালোবাসে : নজরুল ইসলাম খান
ঢাকায় গ্রেফতার সফিককে স্ত্রীসহ বগুড়া কারাগারে প্রেরন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এম এ সাত্তার খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ