উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টায়।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ ও ২৭ রানে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ব্যাকফুটে থেকে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলো টাইগাররা। কিন্তু এক ম্যাচ হাতে থাকতেই টি-টোয়েন্টিতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সিরিজের ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের পাশাপাশি জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য টাইগারদের।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের সফর শুরু করেছিলো বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম হোসনে পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে অনবদ্য ৩৫ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
টি-টোয়েন্টি সিরিজ জয়কে বড় অর্জন মনে করছেন শামীম। তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন আমি যদি ভালো খেলি তাহলে আমরা একটি ভালো স্কোর করতে পারবো। আমার সবসময় ইতিবাচক চিন্তা আছে।’
তিনি আরও বলেন, ‘আমি ভালো খেলতে পেরে খুশি, আমার পরিবার এবং দেশও খুশি। আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ জিতেছি এবং এটি একটি বিশাল অর্জন।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। তাই সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে।
ধীরগতির উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামলাতেই হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাই হোয়াইটওয়াশ এড়াতে সেরা পারফরমেন্স করতে হবে ক্যারিবীয়দের।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, ‘ব্যাটিংয়ে হতাশাজনক পারফরমেন্সের জন্য গত কয়েকটি সিরিজে আমরা বাজেভাবে হেরেছি। আমাদের এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং সমাধান বের করতে হবে। বোলাররা ভালো করছে, কিন্তু ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা জ্বলে উঠতে পারছি না এবং পুরোপুরিভাবে লড়াই করতে পারছি না।’
এই ফরম্যাটে ১৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং হেরেছে ৯টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার
সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আলম সাধুর চালক নিহত
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা পরিচয়দানকারী সাতক্ষীরা কালীগঞ্জ নলতার এক প্রতারক আটক
ঝিকরগাছায় অভিনব কায়দায় ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১
সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক
শান্তিপূর্ণ পরিবেশে বড়দিনের উৎসব পালনে নিরাপত্তা নিশ্চিত করা হবে- শেরপুরের পুলিশ সুপার
পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ শওকত আলী খান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশ এর যৌথ উদ্যোগ
সোনালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হলেন গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ
‘মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা করেছেন তারা’
ড্রাইভারদের জন্য বিওয়াইডি বংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি
‘কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় আমার বিরুদ্ধে লেগেছিল’
ভাইব্রেন্ট এখন উত্তরায়
এনআরবিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
গাজীপুরে আ. লীগ নেতার সাথে বিএনপি নেতাদের সেলফি: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
মহেশপুর সীমান্তে পাচারের শিকার কিশোরী উদ্ধার, ৩ পাচারকারী আটক
জনগণ বিএনপিকে ভালোবাসে, বিএনপি জনগণকে ভালোবাসে : নজরুল ইসলাম খান
ঢাকায় গ্রেফতার সফিককে স্ত্রীসহ বগুড়া কারাগারে প্রেরন
মানিকগঞ্জের সিঙ্গাইরে এম এ সাত্তার খান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আগামীতে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে: তারেক রহমান