ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের রাজধানী সানাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২১ ডিসেম্বর) হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলে হুতিদের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, সানায় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও অভিযান পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া লোহিত সাগরের ওপর বেশ কয়েকটি হুতি ড্রোন এবং একটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।
এদিকে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, সানার আত্তান শহরে পশ্চিমা বাহিনীর হামলা চালানো হয়েছে। তবে তারা এ হামলার জন্য সরাসরি মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে দায়ী করে।
এর আগে ইয়েমেনের হুতি গোষ্ঠী গতকাল শনিবার (২১ ডিসেম্বর) তেল আবিব শহরের জাফা এলাকায় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ২৩ জন আহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে।
তারও আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর), ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হোদেইদাহতে বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় ৯ জন নিহত হন। ইসরায়েল দাবি করে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই তারা এই আক্রমণ চালিয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েল-হুতি সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই বছর একাধিকবার হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।
ইসরায়েল এবং হুতিদের মধ্যকার উত্তেজনা নতুন নয়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজার হামলা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের দিকে প্রায়ই ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতিরা। জবাবে, ইয়েমেনের বিদ্যুৎ, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ