দল বিবেচনায় আছেন তামিম, সাকিবও!
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
সাকিব আল হাসান ও তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয়টি যেন রহস্যময় এক অধ্যায় হয়ে গেছে। বিসিবির পক্ষ থেকে এখন পর্যন্ত নেই স্পষ্ট কোনো বার্তা। তবে দুজনের কেউই অবসর না নেওয়ায় সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অংশগ্রহণের সম্ভাবনা ভালোমতোই আছে বলে মনে করেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
হাইব্রিড মডেলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। দুই মাসেরও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত জানা নেই, বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার বৈশ্বিক আসরে খেলবেন কিনা। গত সেপ্টেম্বরে ভারত সফরে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব। আর প্রায় ১৫ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তামিম। গত বছরের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন সাবেক অধিনায়ক। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে জাতীয় দলে আবার কবে দেখা যাবে, সম্প্রতি সেই প্রশ্নের জবাবে পরিষ্কার করে কিছু বলতে পারেননি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
গতপরশু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভা শেষে রাতে সংবাদমাধ্যমে ফারুক আহমেদও এই প্রসঙ্গে নিশ্চিত কিছু বলতে পারেননি। বিপিএলে সাকিবের খেলার বিষয়টাও অনিশ্চিত, ‘সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন আসলে সাকিব বলবে যে, সে বিপিএল খেলবে কি না। আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো তথ্য নেই সাকিবের ব্যাপারে। তামিমের বিষয়টা প্রধান নির্বাচক যা বলেছেন, এখনও কোনো আলাদা পলিসি নেই। যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে আর নির্বাচকরা যদি মনে করেন ওই ক্রিকেটারকে দরকার, তখন নির্বাচকরা ওই ক্রিকেটারের সঙ্গে আলোচনা করবে।’
ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে তিনি জানান, দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকও তুলে রাখতে চান। সেই চাওয়া পূরণে দেশে ফেরার পথে দুবাইয়ে থামে সাকিবের যাত্রা। দেশের উত্তাল পরিস্থিতির মাঝে নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে তখন দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়। এরপর থেকেই থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বোর্ড সভাপতির কাছে তাই নির্দিষ্ট করে জানতে চাওয়া হয়, সামনের চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনের ক্ষেত্রে সাকিব, তামিমের নামও বিবেচনায় থাকবে কিনা? উত্তরে কেবল সম্ভাবনার কথাই বলেন ফারুক আহমেদ, ‘আমি আগেই যে কথাটা বলে দিলাম, যদি কোনো ক্রিকেটার অবসর নিয়ে না থাকে, অবশ্যই সে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) নির্বাচনের জন্য অ্যাভেইলেবল থাকবে।’
আপাতত দেশের বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব। দুবাইয়ে আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি। পরে লঙ্কা টি-টেন লিগে তিনি খেলেছেন গল মার্ভেলসের জার্সিতে। আর তামিমের ক্ষেত্রে অপেক্ষাটা আরও লম্বা। গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে তিনি ঘোষণা দিয়েছিলেন অবসরের। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসনার সঙ্গে আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে পরদিন সরে আসেন তামিম। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন তামিম। জাতীয় দলে তারপর তাকে আর দেখা যায়নি। সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে ওই দুই ম্যাচ খেললেও, পরে জাতীয় দলে ফেরার আগ্রহ কখনও সেভাবে দেখাননি তিনি। গত বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর প্রায় সাত মাস মাঠেই দেখা যায়নি তাকে।
বিপিএলের আরেকটি আসরের আগে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেছেন তামিম। চট্টগ্রামের হয়ে চার ম্যাচে দুই ফিফটিসহ দেড়শর বেশি স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৯০ রান। এরপর বিপিএলে খেলবেন ফরচুন বরিশালের হয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক