রংপুরের প্রথম শিরোপা
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ এএম
জাতীয় ক্রিকেট লিগের টি টোয়েন্টি ফরমেটের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। গতকাল সিলেটে একপেশে ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বারেরমত চ্যাম্পিয়ন হলো আকবর আলীর দল। লিগ পর্বে সাত ম্যাচ খেলে অপরাজিত ছিল মেট্রো। কিন্তু শেষ দিকে এসে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরেছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে লো স্কোরিং ম্যাচ ডিফেন্ড করে ফাইনালে ওঠে ঢাকার দলটি। কিন্তু ফাইনালে আর লড়াই করতে পারেনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রংপুরকে ৬৩ রানের লক্ষ্য দেয় মেট্রো। জবাবে খেলতে নেমে রংপুরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মেট্রোর মতো পাওয়ার প্লেতে তারা ৫ উইকেট না হারালেও পড়েছিল চারটি উইকেট। অধিনায়ক আকবর আলী ও নাঈম ইসলাম রানের খাতা না খুলেই আউট হন। ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৯ ও আব্দুল্লাহ আল মামুন ২ রান করে দ্রুত আউট হন। ১৪ থেকে ১৮ রান করতেই প্রথম চার উইকেট হারায় রংপুর। তানভীর হায়দার ও আরিফুল হক মিলে ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু রাকিবুলের বলে আলিসকে ক্যাচ দিয়ে ১৪ রানে আরিফুল বিদায় নিলে এই জুটি ভাঙ্গে। এরপর বাকি পথটা অনায়াসেই পাড়ি দেন তানভীর ও আনামুল হক আনাম। দুইজনের অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ১২তম ওভারে জিতে যায় রংপুর। তানভীর ৮ ও আনামুল ১৪ রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রো পেসার আবু হায়দার রনি রংপুর টপ অর্ডারের ওপর খানিক প্রভাব বিস্তার করেন। তাতে ইনিংসের অর্ধেকটা খোয়া গেলেও রংপুরের জয় ঠেকাতে পারেননি ঢাকা মেট্রোর বোলাররা। মেট্রোর বোলারদের মধ্যে আলিস সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা মেট্রো। রংপুরের বোলারদের বোলিং তোপে পড়ে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে ঢাকা। দলের খাতায় ৪ রান যোগ করতেই ওপেনার ইমরানুজ্জামানকে হারায় তারা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার মোহাম্মদ নাইমকে সাজঘরে পাঠান আলাউদ্দিন বাবু। শুরুর এই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি ঢাকা মেট্রো। মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর আগুনে বোলিংয়ে পাওয়ার প্লেতেই ১৬ রানে ৫ উইকেট হারায় তারা। ড্রেসিংরুম থেকে মাঠে আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ১১ রান। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৬ ওভার ৩ বলে ৬২ রানে থামে ঢাকার ইনিংস। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুগ্ধ ও আলাউদ্দিন। ১৯ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ বোলার হন আলাউদ্দিন বাবু।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো- ১৬.৩ ওভারে ৬২/১০ (শামসুর রহমান শুভ ১৪ এবং আবু হায়দার রনি ১৩, আলাউদ্দীন বাবু ৩/১২ এবং মুকিদুল ইসলাম মুগ্ধ ২/১২)।
রংপুর- ১১.২ ওভারে ৬৫/৫ (তানবীর হায়দার ১৪*,আরিফুল হক ১৪, এনামুল হক ১৪* এবং চৌধুরী রিজওয়ান ৯, আলিস আল ইসলাম ২/১৩, আবু হায়দার রনি ১/৮ এবং রাকিবুল ১/২৪)।
ফল: রংপুর বিভাগ ৫ উইকেটে জয়ী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্বশুরবাড়ির অদূরেই মিললো যুবকের মরদেহ
নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারীর মৃত্যু
সুইমিং পুলে প্রস্রাব করে নতুন বিতর্কে আল্লু অর্জুন, হয়েছে মামলা
কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত
ভারত সীমান্তে চিন প্রদেশও মিয়ানমারের বিদ্রোহীদের দখলে
বাংলাদেশিদের অবদান শান্তিরক্ষা মিশনে বিশ্ব স্বীকৃত
গাজায় যুদ্ধের প্রভাবে বেথেলহেমে খ্রিস্টানদের বড়দিনে হতাশা, নেই আনন্দ উৎসব
গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি এক যুগ পর গ্রেপ্তার
ভূঞাপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত
আমরা নির্বাচন নিয়ে ধৈর্য ধরতে প্রস্তুত: জামায়াত আমির
ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু
মিজানুর রহমান আজাহারীর আগমনে পেকুয়ায় দশ লক্ষ মুসল্লি সমাগমের সম্ভাবনা
ক্ষমতা ছাড়ার আগে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা বাইডেনের
আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রাম বোর্ডের নূরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ : পাশের হার ৯৭.৮৮%
বিপিএলের সূচি
পিআইবির উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ডঃ মানোয়ার হোসেন মোল্লা
বিজয় দিবস হ্যান্ডবল আজ শুরু
শান্তি ও মানবতার জয়গানেই খুলনায় বড়দিন উদযাপন
চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু