কোহলির ধাক্কা সামলে কনস্টাস বীরত্ব
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম
বিরাট কোহলির জন্য যে বিরাট শাস্তিই অপেক্ষা করছিল সেটি বোঝা গিয়েছিল ঘটনার ধরনেই। মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে সেই শাস্তির ঘোষণাটাই এসেছে আনুষ্ঠানিকভাবে। আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে পিচের মাঝে ধাক্কা দেওয়ায় চার আম্পায়ার কোহলির বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, সেটি আমলে নিয়ে ভারতীয় তারকার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই কোহলিকে জরিমানা দিতে হয়েছে কনস্টাসকে দৃষ্টিকটুভাবে ধাক্কা দেওয়ায়। অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষে কনস্টাস হাতের গ্লাভস খুলে মাঠের অন্য প্রান্তের দিকে যাওয়ার পথে কোহলি এসে তার কাঁধে ধাক্কা দেন। এ নিয়ে কনস্টাস ও কোহলির মধ্যে কথা কাটাকাটি হলে উসমান খাজা ও আম্পায়াররা এসে দুজনকে থামান।
আইসিসি জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্কিত। কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার জোয়েল উইলসন ও মাইকেল গফ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এবং চতুর্থ আম্পায়ার শন ক্রেইগ। ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচে দায়িত্ব পালন করা পাইক্রফট কোহলির বিরুদ্ধে শাস্তি আরোপ করেন। কোহলি নিজের দায় স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
এই ঘটনায় কোহলির সমালোচনা করেন মাইকেল ভন, রিকি পন্টিংয়ের মতন তারকারা। ভন বলেন, ‘কোহলি এই মুহূর্ত তৈরির জন্য গর্বিত হবে না। কনস্টাস হেঁটে যাচ্ছিলো, কোহলিকে দেখুন সে দিক বদল করেছে। অনেক অভিজ্ঞ এবং সর্বকালের সেরাদের একজন হিসেবে নিজের আচরণের জন্য কোহলি ভাবিত হবে।’ পন্টিং ভাষ্য, ‘দেখুন ব্যাট করার সময় উইকেট ব্যাটারদের, ক্রিজও। ফিল্ডারদের এর কাছাকাছি থাকার কথা না। বিরাট কীভাবে হেঁটে গেল দেখুন, সে সংঘর্ষ উস্কে দিয়েছে।’ কোহলির মতন একজন অভিজ্ঞ তারকার তরুণ বয়েসী কারো সঙ্গে এমন বিতর্কে জড়িয়ে পড়া পছন্দ করেননি ভারতে সাবেক তারকারাও।
তবে কোহলির ধাক্কা সামলে এই কানস্টাসের ব্যাটেই বক্সিং ডে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেন অভিষিক্ত স্যাম কনস্টাস। জসপ্রিত বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে নজর কেড়েছেন তিনি। তার আগ্রাসী মানসিকতা ও ব্যাটিং দেখেই মূলত মেজাজ হারান কোহলি, মোহাম্মদ সিরাজরা। তবে তাকে থামানো যায়নি। আগ্রাসী ব্যাটিংয়েই ফিফটি উপহার দিয়েছেন কনস্টাস। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এদিন টেস্ট অভিষেক হয় কনস্টাসের। ১৯ বছর ৮৫ দিন বয়সে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই তোলপাড় ফেলে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৫২ বলে পঞ্চাশ ছুঁয়ে গড়েন অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড। সিরিজে প্রথম ফিফটিতে ৬ চারে ৫৭ রান করেন আরেক ওপেনার খাওয়াজা। লাবুশেনের ব্যাট থেকে আসে ৭ চারে ৭২ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মিথ ১ ছক্কা ও ৫ চারে ৬৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন।
মেলবোর্ন বক্সিং ডে টেস্ট
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮৬ ওভারে ৩১১/৬ (কনস্টাস ৬০, খাওয়াজা ৫৭, লাবুশেন ৭২, স্মিথ ৬৮*, হেড ০, মার্শ ৪, কেয়ারি ৩১, কামিন্স ৮*; বুমরাহ ৩/৭৫, সিরাজ ০/৬৯, আকাশ ১/৫৯, জাদেজা ১/৫৪, নিতিশ ০/১০, ওয়াশিংটন ১/৩৭)। প্রথম দিন শেষে
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ভর শীতে ও গারো পাহাড় সীমান্তাঞ্চলের বিলে-ঝিলে দেখা মিলছে না অতিথি পাখির!
এ বছর আর হচ্ছে না বিজিবি-বিএসএফের বৈঠক
দীর্ঘদিন শরীর সুস্থ রাখার উপায়
গফরগাঁওয়ে ভয়াবহ ব্রহ্মপুত্র ট্রেন দুর্ঘটনা: গুরুতর আহত ১
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫
যুক্তরাষ্ট্রে প্রথম গুরুতর বার্ড ফ্লু সংক্রমণে মিউটেশন, শনাক্ত একজন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র উপদেষ্টা
সূর্যের নিকটতম যাত্রা, নিরাপদে ফিরে এলো নাসার পার্কার সোলার প্রোব
দোয়ারাবাজার পল্লীতে যুবক খুন
স্পেনগামী সমুদ্রপথে ২০২৪ সালে অভিবাসীদের রেকর্ড সংখ্যক মৃত্যু
অভিনয়ের জন্য গোসল করতেন না অনিল কাপুর
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন
শেষ বিকেলে দ্রুত উইকেট হারিয়ে চাপে ভারত
বিশিষ্ট ব্যবসায়ী টাইম ওয়ার্নারের প্রাক্তন সিইও রিচার্ড ডি. পারসন্সের মৃত্যু
নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
আফগানিস্তানকে পেয়ে আবারও জ্বলে উঠলেন উইলিয়ামস
অস্ট্রিয়ার তিরোলে তুষারধসে বাবা-ছেলের মৃত্যু
বিয়ে-বাচ্চা সব মানুষ হওয়ায় দিছে: জেফার