২০২৫: ক্রিকেটারদের জন্য ব্যস্ততম বছর
০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
হাতে গোনা কিছু সাফল্য ছাড়া ২০২৪ সালটা হতাশায় কেটেছে বাংলাদেশের ক্রিকেটারদের। গত বছরের তুলনায় এ বছরও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন ক্রিকেটাররা।
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট ক্যালেন্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুজাতিক ইভেন্ট রয়েছে।
গত বছর সব মিলিয়ে বাংলাদেশ ১০টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে।
এ বছর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ৬টি টেস্ট। এছাড়ও বৈশ্বিক ও কন্টিন্টোল প্রতিযোগিতা ছাড়াও এফটিপিতে আরো রয়েছে ১৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। বাংলাদেশ ইতোমধ্যেই বহুল প্রতিক্ষীত এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। এছাড়াও রয়েছে এশিয়া কাপ। পাশাপাশি দ্বিপক্ষিক সিরিজতো রয়েছেই। মোট কথা সারা বছর জুড়েই বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটরাদের মাঠে ব্যস্ত সময় পার করতে হবে।
এ বছর ৬টি দ্বিপাক্ষিক সিরিজে খেলবে টাইগাররা। এর মধ্যেই দুটি সিরিজ খেলতে দেশের বাইরে যাবে বাংলাদেশ। বাকি চারটি অনুষ্ঠিত হবে ঘরের মাটিতে।
বর্তমানে চলছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এ বছর বাংলাদেশের আন্তর্জাতিক সূচী শুরু হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ পাকিস্তান ও দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারলে আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।
মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে বাংলাদেশ। উভয় দল এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। এরপর মে মাসে বাংলাদেশ যাবে পাকিস্তান সফরে। গত বছর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছিল। এবার খেলবে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ।
জুন-জুলাইয়ে মাসব্যপী সফরে বাংলাদেশে আসবে শ্রীলংকা। এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত।
সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
এরপর অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ দিয়ে ২০২৫ সাল শেষ করবে বাংলাদেশ।
এছাড়া এ বছরের কোন এক সময় আফগানিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই টেস্ট গত বছর খেলার কথা ছিল। কিন্তু দুই বোর্ডের আলোচনার পর সিরিজটি স্থগিত করা হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর
আদমদীঘিতে সবজির বাজারে ধস কৃষকের কপালে পরেছে দুশ্চিন্তার ভাঁজ
সরে দাঁড়ানো মানে অবসর নয়: রোহিত
জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ
চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশিসহ ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার
শ্রীপুরে মাদক ব্যবসায়ী মায়ের সাথে জেলে গেল ৭ মাসের শিশু সাওদা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রূপপুরে ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু
সিডনিতে বোলারদের দিনে বুমরাহকে নিয়ে শঙ্কা
কমলনগরে বিএনপি নেতার হামলায় মাদ্রাসার পরিচালকসহ আহত-২
শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এই ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে- এহসানুল হক মিলন
সালথা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার
তাসকিনকে নিয়ে সাবধানী ছিলেন উসমান
মাটি, কৃষি ও দেশ বাঁচান শ্লোগানে কৃষকদের কৃষি ও স্বাস্থ্য সুরক্ষা সেমিনার
আমরা কি সুন্দর তাই না?
ইথিওপিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প ,আতঙ্কে জনজীবন