জাতীয় দল থেকে অবসরে তামিম!
০৫ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
টিম হোটেলে শহীদ আফ্রিদির গন্তব্য ছিল মোহাম্মদ নবীর রুম। সেখানে যাওয়ার পথে দেখা তামিম ইকবালের সঙ্গে। এরপর নবীর রুমের আড্ডায় তামিম-আফ্রিদির সঙ্গে যোগ দিলেন শাহিন শাহ আফ্রিদিও। যে আড্ডায় উঠল খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতির প্রসঙ্গও। তারই একপর্যায়ে তামিম আফ্রিদির কাছে জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কি না। পাকিস্তানের সাবেক অধিনায়ক জবাবে বললেন, ‘তোমাদের অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই’।
বাংলাদেশের তামিম, পাকিস্তানের আফ্রিদি ও শাহিন আর আফগানিস্তানের নবীদের এই আড্ডা বিপিএল সূত্রে। বিপিএলে এবার চিটাগং কিংসের মেন্টর হিসেবে এসেছেন আফ্রিদি। তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই হোটেলে থাকার সুবাদে নিয়মিত হচ্ছে আড্ডা। আফ্রিদি তার নিজের ইউটিউব চ্যানেলে তেমন এক আড্ডা ও খাওয়া-দাওয়ার ভিডিও প্রকাশ করেছেন। আড্ডায় প্রথম কথাবার্তা ছিল ক্রিকেট ঘিরেই। প্রথমবার ঢাকা প্রিমিয়ার খেলার স্মৃতিচারণা করেছেন আফ্রিদি। তামিমকে উদ্দেশ্য করে বলছিলেন, ‘১৯৯৭-৯৮ সালে প্রথম ঢাকা এসেছিলাম। যখন তোমাদের লিগ চলত।’ বাংলাদেশের লিস্ট এ ক্রিকেট প্রতিযোগিতায় একসময় গ্যালারিভরা দর্শক ছিল, আফ্রিদি সেটা মনে করিয়ে দেন নবীকে। তামিম এই প্রসঙ্গে যোগ করেন- ‘আপনি (নবী) যখন খেলেছেন, তখন তো দর্শক ছিল না। তারা যখন খেলেছে, তখন গ্যালারিভর্তি দর্শক ছিল।’
আড্ডায় এসেছে তামিমের অবসর প্রসঙ্গও। নিজের অবসর প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এখানে আফ্রিদির প্রশ্নে তামিম জানান, দেশের হয়ে তিনি আর খেলবেন না। তামিমকে আফ্রিদি উর্দুতে জিজ্ঞেস করেন, ‘তা তামিম তুমি একদম অবসরে, শেষ একবারে?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে (অবসরে)’। হাত ক্রস করে জানান ‘শেষ’। তামিমের অবসরের প্রসঙ্গটি এসেছে নবীর সূত্রে। ৪০ বছর বয়সী নবী ওয়ানডেতে আর কত দিন খেলা চালিয়ে যাবেন, এমন জিজ্ঞাসায় সাবেক আফগান অধিনায়ক জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ছাড়বেন।
তামিম সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালে সেপ্টেম্বরে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন তিনি। তার সর্বশেষ টেস্ট একই বছরের এপ্রিলে, আয়ারল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়া তামিম সর্বশেষ ছোট সংস্করণের ক্রিকেটে খেলেছেন ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে।
আড্ডার একপর্যায়ে হুট করেই তামিম আফ্রিদির কাছে রাজনীতিতে জড়ানোর ইচ্ছা আছে কি না, জিজ্ঞাসা করেন। আফ্রিদি হাসতে হাসতে বলেন, ‘তোমাদের অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই।’ আফ্রিদির কথা শুনে সবাই হেসে দেন। ‘তোমাদের অবস্থা’ বলতে আফ্রিদি ঠিক কী বুঝিয়েছেন তিনিই ভালো জানেন। তবে বাংলাদেশের যাঁরা আফ্রিদির সঙ্গে খেলেছেন, তাঁদের মধ্যে দুজন রাজনীতিতে নেমে এই মুহূর্তে দেশের ক্রিকেট থেকে দূরে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। মাশরাফি এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে নাম লেখালেও দলটির কোনো কার্যক্রমে তাঁকে দেখা যাচ্ছে না। আর সাকিব রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশেই ফিরতে পারেননি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত