বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যত রেকর্ড হলো
০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিলো অসিরা। সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। এই সিরিজ জয়ে আফগানিস্তান-আয়ারল্যান্ড বাদে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই দ্বিপাক্ষীক সিরিজ জয়ের রেকর্ড গড়লো অসিরা।
এতদিন শুধুমাত্র আট দলের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের ট্রফি দখলে ছিলো অস্ট্রেলিয়ার। বাকী ছিলো ভারতের বিপক্ষে সিরিজ জয়। এবার সেই বৃত্তও পূরণ করলো প্যাট কামিন্সের দল।
এর আগেও দু’বার এমন কীর্তি গড়েছিলো অস্ট্রেলিয়া। প্রথমবার ২০০৪-০৫ মৌসুমে এবং পরেরটি ২০০৮-০৯ মৌসুমে। তাই প্রথম দল হিসেবে তিনবার একই সাথে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।
রেকর্ড তালিকা:
ভারতের বিপক্ষে ৩-১ (পাঁচ ম্যাচের সিরিজ) ব্যবধানে জয়, ২০২৪/২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২৩/২৪
পাকিস্তানের বিপক্ষে ৩-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২৩/২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২২/২৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২২/২৩
ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ (পাঁচ ম্যাচের সিরিজ), ২০২১/২২
শ্রীলংকার বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০১৮/১৯
বাংলাদেশের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৬
জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৩/০৪
২৭ ও ৫৭ বছর পর: ভারতের বিপক্ষে এবারের সিরিজের প্রথম ম্যাচ হারলেও, শেষ পর্যন্ত জয়ের স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। ২৭ বছর পর কোন টেস্ট সিরিজের শুরুতে পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো অসিরা। তবে ৫৭ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজের শুরুতে হেরেও, জয় দিয়ে শেষ করলো অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালে ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজের শুরুতে পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। আর ১৯৬৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো অসিরা।
কপিল-হরভজনের সঙ্গী বুমরাহ: এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে পেসার কপিল দেব ও স্পিনার হরভজন সিংয়ের রেকর্ড স্পর্শ করলেন জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ হওয়া পাঁচ ম্যাচ সিরিজে ৩২ উইকেট শিকার করেছেন বুমরাহ। ভারতের হয়ে টেস্ট সিরিজে ৩২টি করে উইকেট নিয়েছেন কপিল ও হরভজন। ১৯৭৯ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৬ ম্যাচের টেস্ট সিরিজে এবং ২০০১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩২ উইকেট নিয়েছিলেন হরভজন।
লজ্জার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের পাশে ভারত: অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজে সাত ইনিংসে ২’শর নীচে রান করেছে ভারত। এর আগে কোন সিরিজে ২’শর নীচে সাতবার রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজে সাতবার ২’শর নীচে রান করেছে ক্যারিবীয়রা।
এমসিজিতে দর্শকের রেকর্ড: সিরিজের চতুর্থ টেস্টের পঞ্চম দিন পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) গেট দিয়ে ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ হাজারেরও বেশী দর্শক স্টেডিয়ামে প্রবেশ করে, যা কোন টেস্ট ম্যাচে দর্শক উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৩৭ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪, যা এতদিন পর্যন্ত রেকর্ড হয়ে ছিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫৩
আসামের কয়লা খনিতে ১১ শ্রমিক আটকে পড়েছেন, উদ্ধারকাজ চলছে
আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা
গুয়ানতানামো কারাগার থেকে ১১ ইয়েমেনি বন্দি ওমানে স্থানান্তর
কোথায় হবে তাহসান-রোজার হানিমুন?
পুরানা পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৩৬, নেপাল, ভুটান, ভারতেও কম্পন
জাতিসংঘ কি হারাচ্ছে তার বৈশ্বিক মধ্যস্থতাকারীর ভূমিকা?
দুপুরে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
মি: পটুয়াখালী নামে পরিচিত ম্যারাথন দৌড়বিদ টুকু জামিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি
এসএমএসে সাড়া না দিলে এনআইডি সংশোধন আবেদন বাতিল করবে ইসি
সৈয়দপুরে ৬০ বছর বয়সী মাকে রাস্তায় ফেলে দিলেন স্বজনরা
রাজধানীর পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আরো ৪ দেশ
সৌদি আরবে চালকবিহীন ট্রেন চালু
পঞ্চগড়ে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
পথে বসতে যাচ্ছে ভারতের মহাকাশ শিল্প!
কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের
কালো গ্লাসের অন্তরে বন্ধী সাব্বিরের রঙিন স্বপ্ন