ফের ফেল সাকিব, ভবিষ্যৎ অনিশ্চিত
১০ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন। দিনদুয়েক আগে অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি। তার ভিত্তিতে সিলেটে আগের দিন গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন ‘শকিং’। তবে গতপরশু রাত পর্যন্ত লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না বিসিবি।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের এক বছর বোলিং করতে পারবেন না। এমনকি ওই এক বছরের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না। নিয়ম অনুযায়ী আইসিসি মনোনীত কোনো সেন্টারে পরীক্ষা দিয়ে অ্যাকশনের বৈধতার ছাড়পত্র না নেওয়া পর্যন্ত সাকিব ঘরোয়া ক্রিকেট ছাড়া অন্য কোথাও বোলিং করতে পারবেন না। তবে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। যে মুহূর্তে তার মনে হবে অ্যাকশনে আর সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন।
সাকিবের এই পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর উপর নির্ভর করে তাকে আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা নিয়ে ভাবছিলো তারা। কারণ ১২ জানুয়ারির মধ্যে দিতে হবে দল। সাকিব আপাতত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ছাড়া কোন পর্যায়ে বোলিং করতে পারবেন না, খেলতে পারবেন কেবল ব্যাটার হিসেবে। গত বুধবার ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছিলেন, ‘এই ফল নিয়ে আমরা রহস্য করব না। ফল ৫ জানুয়ারি আসার কথা। সাধারণত ১২ দিন লাগে। কিন্তু নতুন বছর ও বড়দিনের জন্য ছুটি ছিলো তাই কিছুটা দেরি হচ্ছে।’
গত বছর সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন সন্দেহজনক হিসেবে রিপোর্টেড হয় সাকিবের। ওই ম্যাচের আরও দুই মাস পর আসে খবর। ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অ্যাকশনের প্রথম পরীক্ষায় অংশ নেন সাকিব। তাতে উৎরাতে পারেননি তিনি। এবার চেন্নাইয়েও ফেল করলেন দেশসেরা এই অলরাউন্ডার। বিসিবির একটি সূত্র অবশ্য জানিয়েছে, চেন্নাইয়ের পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে ‘টেকনিক্যাল এরর’ বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তারা শুনেছেন। সে ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না। সাকিব ‘দ্বিতীয়’ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আবারও। চেন্নাইয়ে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষাটি হয়েছে তার আর ইসিবির যৌথ ব্যবস্থাপনায়। এই পরীক্ষার রিপোর্ট যাবে ইসিবিতে। এরপর তারাই সেটি বিসিবিতে পাঠাবে বা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে।
বর্তমান পরিস্থিতিতে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। এমনিতেও অবশ্য রাজনৈতিক কারণে তার খেলা ছিলো অনিশ্চিত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা