লিটনের না থাকাটা ‘অনুমিত চমক’
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
মনে করা হচ্ছিল চমক যা ছিল দু’দিন আগে হঠাৎই অবসরের ঘোষনা দিয়ে শেষ করে ফেলেছেন তামিম ইকবাল। তবে কে জানতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনাকে কেন্দ্র করে চমকের প্যাটরা সাজিয়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! অনায়াসেই সেই চমকের তালিকার চূড়ায় লিটন দাসের অন্তর্ভূক্তি না পাওয়া। গতকাল আইসিসি নির্ধারিত শেষ দিনেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বিসিবি। তাতে অনেকটা অনুমিত হলেও সাকিব আল হাসানকে দলে রাখা যায়নি আগের দিন বোলিং অ্যাকশন পরীক্ষায় ফের ফেল করায়। আর চমকের চাইতে কিছুটা বিস্ময় জাগিয়ে ঠাঁই মিলেছে এখনও ওয়ানডে অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমনের।
ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলাটা ঠিক হবে না। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। সর্বশেষ ফিফটি করেছেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬। এর পর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরই ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে রান ২২, ৬ ও অপরাজিত ১। এক অঙ্কে আউট হওয়ার শুরুও তখন থেকেই।
শুধু ওয়ানডেতেই নয়, সাম্প্রতিক সময়ে কোনো সংস্করণেই ছন্দে ছিলেন না লিটন। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকে বাদ দেওয়া হয় লিটনকে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটনের নেতৃত্বে। যদিও ব্যাটে তার দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মোট ১৭ রান (০, ৩ ও ১৪)। এর আগে ওয়ানডে সিরিজে অবস্থা ছিল আরও খারাপ। তিন ম্যাচে করেছিলেন ২, ৪ ও ০। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে গত শুক্রবার ৪৩ বলে ৭৩ রানের ইনিংস খেলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান, সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর সেটি ছিল তার প্রথম ফিফটি। তার পরও বৈশ্বিক আসরে তার অভিজ্ঞতায় ভরসা রাখা হয় কি না, সেটিই ছিল দেখার। কিন্তু নির্বাচকরা সেই আস্থা আর রাখতে পারেননি। ফর্মহীনতার চড়ামূল্য দিতে হলো তাকে।
লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। তামিমকে নির্বাচকেরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিবকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবে নিতে হতো। কারণ, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার পরীক্ষা দিয়েও সাকিব পাস করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগপর্যন্ত সাকিবের তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখার কারণ খুঁজে পাননি নির্বাচকরা। স্কোয়াডে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া হাসান মাহমুদও। ১৫ জনের দলে পেসার চারজন। গত কিছুদিনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দেওয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে।
ব্যাটিংয়ে অন্য কোনো জায়গা নিয়ে প্রশ্ন খুব একটা নেই। সবশেষ সিরিজে চোটের কারণে না থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের ফেরা নিশ্চিতই ছিল। চোটের কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও আছেন দলে। সবশেষ সিরিজের দল থেকে লিটন ও হাসান ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরিফুল ইসলাম। পারিবারিক কারণে সবশেষ সিরিজে ছিলেন না মুস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন অভিজ্ঞ এই পেসারও। ক্যারিবিয়ান সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে তিন ওয়ানডেতে আট উইকেট নিয়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে ওই সিরিজই অভিষেক হয় নাহিদ রানার। পরে ওয়েস্ট ইন্ডিজে দুটি ম্যাচ খেলেন তিনি। তিন ওয়ানডেতে তার শিকার চার উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড