সব হারিয়ে জ্বললেন লিটন, সেঞ্চুরি তামিমেরও
১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
দুপুরে তাঁকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। সর্বশেষ ৭টি ওয়ানডেতে এক অঙ্কের রানে আউট হওয়ায় তা খুব একটা চমক হয়েও আসেনি। আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই লিটন দাস খবরটা পেয়ে থাকবেন। তা যখনই পেয়ে থাকুন, তখনই কি প্রতিজ্ঞায় শাণিত করে তুলেছিলেন নিজেকে! দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সেদিনই সন্ধ্যায় সেই ফর্মের কী প্রমাণই না দিলেন এই ওপেনার!
হোক না এটা টি-টোয়েন্টি ম্যাচ, হোক না বিপিএল- তারপরও লিটনের ব্যাটিং তার ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন ঢাকা ক্যাপিটালের তারকা, স্বীকৃত টি-টোয়েন্টিতেই তার প্রথম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন তাই অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।
রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি। তার সঙ্গে তাল মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানে থাকছেন যিনি, সে তানজিদ হাসান তামিমও খুব পিছিয়ে থাকলেন না। দুর্দান্ত শতরান এলো তার ব্যাট থেকেও। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন-তামিম। শেষ ওভারের তৃতীয় বলে তামিমের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তামিম ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। ঢাকা ২০ ওভার শেষ করে ১ উইকেটে ২৫৪ রানে। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে। সে যাই হোক। লিটনের জন্য দিনটি ছিল সব হারিয়ে জ্বলে ওঠার মতোই অম্ল-মধুর।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। বাংলাদেশের বাস্তবতায় তাই দলে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই দরজা অবশ্য ঝড়ো ব্যাটিংয়ে খুলে দিয়েছেন লিটন নিজেই। দল ঘোষনার সময় লিটনের বাদ পড়া নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দুটো কারণ আমি বলবো। লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একইরকম। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে পাওয়ারপ্লেতে যে সুবিধা নেওয়া দরকার চাপ চলে আসছে, পার্টনারের চাপ বাড়ছে, তিন নম্বর এক্সপোজড। তারপরও অনেক আস্থা রেখেছিলাম লিটনের উপর। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি।। তবে একেবারে যে ভাবনার বাইরে চলে যাননি সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন সাবেক এই অধিনায়ক, ‘আমাদের এক্সপার্ট, অ্যানালিস্ট আছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা বেশি সফল হয়ে যাচ্ছে। এটা ভাঙার উত্তম সময়। এমন নয় দল থেকে বাদ পড়ে গেছেন। সামনে অনেক খেলা আছে। এক্সপার্টরা এখন লিটনের দুর্বলতা নিয়ে কাজ করে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই সুযোগ পাবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড