হ্যাটট্রিক জয় নিয়ে চট্টগ্রামে কিংস
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট ভেন্যু থেকে হ্যাটট্রিক জয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে চট্টগ্রামে পা রাখছে চিটাগং কিংস। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো চিটাগং কিংস। আগে ব্যাট করে ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক ও পাকিস্তানি ওপেনার উসমান খানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান করে চিটাগং। জবাবে স্কটিশ উইকেটরক্ষক ব্যাটার জর্জ মুন্সির হাফসেঞ্চুরি ও জাকের আলীর মারকুটে ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৭৩ রান তুলেই নির্ধারিত ওভার শেষ করে সিলেট। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে চিটাগং।
টস জিতে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চিটাগং কিংসকে। ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুতে বিদায় নিলেও ৩৯ বলে ৬৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দেড়শ’র কাছাকাছি নিয়ে যান আরেক ওপেনার উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। কিছু না করেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়া ইমন এই ম্যাচে সিঙ্গেল ডিজিটে আউট হন। চতুর্থ ওভারে দলীয় ৩২ রানে তানজিম হাসান সাকিবের বলে নিহাদুজ্জামানকে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। আউট হওয়ার আগে ১০ বলে ১ ছক্কায় ৭ রান করেন তিনি। ইমন ব্যর্থ হলেও পাকিস্তানের উসমান খান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার খুশিতে ফিফটি তুলে থামেন। ১১তম ওভারের তৃতীয় বলে দলীয় ১০০ রানে আরিফুল হকের বলে তানজিম সাকিবের তালুবন্দী হয়ে ফেরেন উসমান। আউট হওয়ার আগে ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আলো ছড়ান গ্রাহাম ক্লার্ক। তবে ১৬তম ওভারের তৃতীয় বলে দলীয় ১১৪৮ রানে নাহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। তবে আউট হওয়ার আগে দলকে বড় পুঁজির ভিত গড়ে দেন ক্লার্ক। ৩ চার ও ৫ ছক্কায় ৩৩ বলে ৬০ রান তুলে আউট হন ক্লার্ক। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ভালোই খেলছিলেন। তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৬৫ রানে আউট হয়ে যান তিনি। রুয়েল মিয়ার বলে রনি তালুকদারকে ক্যাচ দিয়ে ফেরার আগে মিঠুন করেন ১৯ বলে ২ ছক্কায় ২৮ রান। তবে এ ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি (৩ বলে ১ রান) জ্বলে উঠতে না পারলেও হায়দার আলীর ৩ ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪২ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে দুইশ’ পেরুনো সংগ্রহ পায় চিটাগং কিংস। সিলেটের সবচেয়ে সফল বোলার তানজিম হাসান সাকিব। তিনি ৪ ওভার বল করে ৩৮ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান নাহিদুল ইসলাম, আরিফুল হক ও রুয়েল মিয়া।
জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই সিলেট তাদের ওপেনার পল স্টারলিংকে হারায়। দলীয় মাাত্র ১ রানে নাবিল সামাদের বলে শামীম হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন পল (১ বলে ০ রান)। এরপর জাকির হাসান আউট হন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে। দলীয় ৩৬ রানে আল ইসলামের শিকার হয়ে ফেরার আগে ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ রান করেন জাকির। আরেক ওপেনার রনি তালুকদারও দ্রুত ড্রেসিংরুমে ফেরেন। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪২ রানে মোহাম্মদ ওয়াসিমের শিকার হয়ে ফেরার আগে রনি ৯ বলে করে ৭ রান। এরপর অ্যারন জন্স ১৮ বলে ২ চারের মারে ১৫ রান করে আউট হলেও জর্জ মুন্সি ঠিক তুলে নেন হাফসেঞ্চুরি। ১৫তম ওভারে জর্জ আউট হলেও ফেরার আগে ৩৭ বলে ৪টি করে চার ও ছক্কায় করেন ৫২ রান। জাকের আলী অনিক মারকুটে ব্যাটিংয়ে চেষ্টা করেও জেতাতে পারেননি সিলেটকে। শেষ পর্যন্ত অনিক ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকলেও নির্ধারিত ওভারে পৌনে দুইশ’র কাছাকাছি রান করতে পারে সিলেট স্ট্রাইকার্স।
চিটাগংয়ের বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। আল ইসলাম ৩৬ রানে নেন ২টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পান চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো চিটাগং কিংস। সমান ম্যাচে দু’টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিলেট স্ট্রাইকার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে