আটের রথে সবার আগে প্লে-অফে

খুশদিলে ‘দিল খুশ’ রংপুরের

Daily Inqilab ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে

১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

টানা জয়ের মধ্যে ছিল দুই দলই। রংপুর রাইডার্স তো সাত ম্যাচ খেলে সাতটিতেই ছিল অপরাজিত। চিটাগং কিংসও পাঁচ ম্যাচ খেলে জিতেছিল সর্বশেষ চারটিতেই। কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে এখনও অজেয় রংপুরের কাছে ৩৩ রানে হেরে থামল চিটাগংয়ের জয়রথ। গতপরশু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে রংপুরের দেয়া ১৬৪ রানের জবাবে ১৩১ রানে থামে ৮ উইকেট হারানো চট্টগ্রাম। তাতে নায়ক দুই পাকিস্তানি- ব্যাটিংয়ে খুশদিল শাহ ও বোলিংয়ে পেসার আকিফ জাভেদ। এই জয়ে সবার আগে প্লে অফ পর্বে জায়গা করে নিল উত্তরবঙ্গের দলটি। চলতি বিপিএলে রংপুরের এটি টানা অষ্টম জয়। এর আগে গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে টানা ১১ ম্যাচ জিতল নুরুল হাসান সোহানের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের টানা জয়ের এটিই রেকর্ড। ২০২৩ সালে চতুর্থ শিরোপা জয়ের পথে টানা ১১ ম্যাচ জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও।
সাগরিকায় রেকর্ড ছোঁয়া ম্যাচে রংপুরের হয়ে ঝড় তোলেন খুশদিল। অন্যদের নিষ্প্রভ দিনে পাঁচে নেমে ২৬ বলে ফিফটি, শেষ পর্যন্ত ২ চারের সঙ্গে ৭ ছক্কায় ২৮ বলে ৫৯ রান। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩টি ছক্কা এসেছে খুশদিলের ব্যাট থেকেই। পরে জয়ের ধারা অব্যাহত রাখতে সমস্যা হয়নি আকিফের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে। নিজের প্রথম ৫ বলে ১৬ রান হজম করা এই পাকিস্তানি পেসার পরের ২১ বলে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তবে পরে বল হাতেও ২ উইকেট নেয়ায় খুশদিলকে ম্যাচসেরা হিসেবে খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি ম্যাচ রেফারির।
শুধু কি এই ম্যাচ! এবারের বিপিএলে খেলা আগের ৫ ম্যাচেও ব্যাট-বলে সামনতালে দলকে দিয়ে যাচ্ছেন প্রতিদান। শুধু কি দলকেই, বিপিএলকেও কী নয়? ৪৬*, ২১, ২৭*, ৪৮, ৭৩*। এবারের বিপিএলে খুশদিলের স্কোর। রানের সঙ্গে আরও দুটি তথ্য যোগ করতে হবে। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৩ ছক্কাও তার ব্যাট থেকে এসেছে। কমপক্ষে ১০০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটও খুশদিলেরই- ১৯৭.১২। ২৭৪ রান নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ব্যাটিং ছেড়ে এবার বোলিংয়ে আসুন। ৮ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি, যা চতুর্থ সর্বোচ্চ।
শুধু সংখ্যায় নয়, কার্যকারিতায়ও বেশ এগিয়ে খুশদিল। গত পরশু চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচটিতেই তাকিয়ে দেখুন। খুশদিল উইকেটে এসেছেন ১১তম ওভারে, ৩ উইকেট হারানো রংপুর তখন কোনোমতে ওভারপ্রতি ৬ রানের বেশি করে রান তুলছে। এর মধ্যে ফিরে গেছেন ইফতিখার আহমেদও। পরিস্থিতি বুঝে খুশদিল খেলতে শুরু করেন রয়েসয়ে। প্রথম ১২ বলে করেন ৮ রান। এরপর ইনিংসের ১৫তম ওভারে বাঁহাতি পেসার মারুফ মৃধার ওভারে টানা তিন ছক্কা দিয়ে ঝড়ের শুরু করেন। ফিফটিতে পৌছে যান ২৬তম বলে। শেষ পর্যন্ত মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দেওয়ার আগে ৭ ছক্কা ও ২ চারে খেলেন ৫৯ রানের ইনিংস। রংপুঁর তোলে ১৬৪। এ তো গেল ব্যাটিং। পরে চিটাগং কিংসের রান তাড়ায় নাঈম ইসলাম ও শামীম হোসেন পঞ্চম উইকেটে ফিফটি জুটি গড়ে যখন ভালো একটা অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনো দৃশ্যপটে আবার খুশদিল। বাঁহাতি স্পিনে নাঈমকে এলবিডব্লিউ করে ভাঙেন ৫৩ রানের জুটি। এর পর তো চিটাগং কিংসের ইনিংস আরেক দফা ভাঙনের কবলে পড়ে ১৩১ রানেই আটকে যায়।
খুশদিল এর আগের ম্যাচে সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষেও রংপুরকে বাঁচিয়েছিলেন। সেদিনও উইকেটে নেমেছিলেন ১১তম ওভারে। ৩ উইকেটে রংপুরের রান তখন ৭০। গতপরশু চট্টগ্রামের বিপক্ষে যে ঝড়টা মারুফের ওপর দিয়ে গেছে, সেই ম্যাচে এটা গেছে নাসুম আহমেদের ওপর দিয়ে। ১৫তম ওভারের প্রথম ৪ বলেই ৪ ছক্কা মেরেছিলেন এই বাঁহাতি। খেলেন ৩৫ বলে ৭৩ রানের ইনিংস। রংপুর তোলে ১৮৬, পরে ম্যাচ জেতে মাত্র ৮ রানে।
খুশদিল বিপিএলে আগেও দুই মৌসুম খেলেছেন। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে তিনি খেলেছেন কুমিল্লার হয়ে। এই ২ মৌসুম মিলিয়ে করেছিলেন ৩০৪ রান ও ১২ উইকেট। অর্থাৎ, এবারই বিপিএলে সেরা সময় কাটাচ্ছেন। এই সেরা পারফরম্যান্সে এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরার পুরস্কারের বড় দাবিদার খুশদিল। যদিও টুর্নামেন্ট এখনো অনেকটা মাঝপথে। তবে খুশদিল যে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেতে বড় প্রতিদ্বন্দ্বী হবেন সেটা বলে দেওয়া যায়। ব্যাটিংয়ে শীর্ষে যে দুজন আছেন সেই তানজিদ হাসান (৩০৮) ও জাকির হাসানের (২৯০) দলের অবস্থা খুব একটা ভালো না। তানজিদের ঢাকা ক্যাপিটালস ৮ ম্যাচে জিতেছে ১টিতে, সিলেট ৭ ম্যাচে ২টিতে। বোলিংয়ে খুশদিলের ওপরে আছেন তাসকিন আহমেদ, আকিফ জাভেদ ও আবু হায়দার রনি। এদের তো খুশদিলের মতো এত রান নেই!
অন্য কিছুও হতে পারে। তবে সে ক্ষেত্রে টুর্নামেন্টের বাকি পথে দারুণ কিছু করতে হবে অন্যদের। তারকাহীন বিপিএলে কে করবেন তা? আর খুশদিল বিপিএল ছেড়ে কোথাও যাচ্ছেনও না। রংপুর রাইডার্সে এই মুহূর্তে যেসব বিদেশি ক্রিকেটার আছেন তারা পুরো মৌসুম জুড়েই থাকবেন বলে জানিয়েছেন রংপুর পরিচালক শাহরিয়ার তানিম।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নুনেসের শেষের ম্যাজিকে জিতল লিভারপুল
হামজাকে ঘিরে জামালেরও স্বপ্ন
টিভিতে দেখুন
বিশ্বকাপ থেকে বাংলাদেশের দু’দলেরই বিদায়
চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক রোহিতই
আরও

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু

কী আছে তৌফিকার লকারে?

কী আছে তৌফিকার লকারে?

ঘটনার তিনদিন পর থানায় মামলা

ঘটনার তিনদিন পর থানায় মামলা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ