মুলতান ‘বধ্যভূমি’র সুলতান সাজিদ
২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম
ব্যাট হাতে মাঠে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের আট নম্বর ব্যাটসম্যান কেভিন সিনক্লেয়ার। পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান পরিষ্কার ইংরেজিতে তাঁকে স্বাগত জানালেন ঠিক এভাবেই- ‘ভাই, আসো, বধ্যভূমিতে আসো।’ ওয়েস্ট ইন্ডিজ ততক্ষণে ২৪.৩ ওভারের মধ্যে হারিয়েছে ৬ উইকেট। এরপর সিনক্লেয়ার আর অন্যরাও যে বেশিক্ষণ টিকতে পেরেছেন, তা নয়। ৩৬.৩ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ। মুলতানের বধ্যভূমিতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন-ফাঁস পরিয়ে পাকিস্তান ম্যাচ জিতে গেছে তিনদিনের মধ্যেই। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে। সব মিলিয়ে মুলতানের ম্যাচটিতে হয়েছে ১০৬৪ বল। যা পাকিস্তানের মাটিতে ফল হওয়া সবচেয়ে কম বলের টেস্ট।
উইকেটের চরিত্র বোঝা গিয়েছিল আগের দিন মোট ১৯ উইকেটের পতন হওয়ায়। সকালে ওয়ারিক্যানের ঘূর্ণিপাকে পাকিস্তানিরা আটকা পড়লে আরও স্পষ্ট হয়ে ওঠে তা। এমন উইকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া মোটেও সহজ নয়। প্রথম ইনিংসে পাকিস্তানের ৯৩ রানের লিড থাকায় ক্যারিবিয়ানদের সামনে দাঁড়ায় ২৫১ রানের কঠিন লক্ষ্য। ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেটার ধারেকাছেও যেতে পারেনি দলটি। তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী আর আবরার আহমেদদের একেকটি ডেলিভারি রীতিমতো ছোবল হয়ে স্ট্রাইকিংয়ে আঘাত হানছিল। ক্রেইগ ব্রাফেটরা তাই আত্মরক্ষার বদলে আক্রমণাত্মক খেলতে চেয়েছেন। তবে রক্ষা হয়নি তাতেও। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম চার উইকেট খুইয়েছে সাজিদের অফ স্পিনে। প্রথম ইনিংসে পরের ব্যাটসম্যানদের আটকেছেন নোমান বলে, এ দফায় আবরার।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যা একটু প্রতিরোধ হয়েছে সপ্তম উইকেটে অ্যালিক অ্যাথানাজ-সিনক্লেয়ার জুটিতে। দুজনের ২৮ রানের ১০.৩ ওভার স্থায়ী জুটিটি ভাঙে আবরারের বলে সিনক্লেয়ার সিøপে ক্যাচে পরিণত হলে। এরপর বাকি তিন উইকেটের পতন হতে লেগেছে মাত্র ১০ বল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করা অ্যাথানাজকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সাজিদ। ৩১ বছর বয়সী এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।
গতকাল তৃতীয় দিনে স্পিনার হিসেবে শুধু সাজিদই নন, জোমেল ওয়ারিকানও ছিলেন ভয়ংকর। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৩ উইকেটে ১০৯ রান নিয়ে বাকি ৭ উইকেটে মাত্র ৪৮ রান যোগ করতে পেরেছে। ৩২ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়ারিকান, যা শুধু এই বাঁহাতির নিজের ক্যারিয়ারসেরাই নয়, পাকিস্তানে কোনো সফরকারী স্পিনারেরও সেরা বোলিং। তবে দিনশেষে ওয়ারিকানের হাসি মিলিয়েই যাওয়ার কথা। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে তার দল যে হার নিয়েই মাঠ ছেড়েছে।
স্বাগতিকদের জয়ের মূল নায়ক ম্যাচসেরার পুরস্কারজয়ী অফ স্পিনার সাজিদ। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিতে তিনি দেন ৫০ রান। দুই ইনিংস মিলিয়ে ১১৫ রানে তার শিকার ৯ উইকেট। লেগ স্পিনার আবরার আহমেদ ৪ উইকেট নেন ২৭ রানে। বাকিটি যায় আগের ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নোমান আলীর ঝুলিতে। সিরিজের পরের টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, মুলতানেই।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৩০ ও ১৫৭ (মাসুদ ৫২, হুরায়রা ২৯, কামরান ২৭, সালমান ১৪; ওয়ারিকান ৭/৩২, মোতি ১/৪৮)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৭ ও ১২৩ (অ্যাথানাজ ৫৫, ইমলাচ ১৪; সাজিদ ৫/৫০, আবরার ৪/২৭)।
ফল : পাকিস্তান ১২৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সাজিদ খান।
সিরিজ : ২ ম্যাচে ১-০তে এগিয়ে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী