দারুণ জয়ে সুপার সিক্সে বাংলাদেশ
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য দিনটি দারুণ। ওয়েস্ট ইন্ডিজ থেকে জাতীয় দলের দারুণ জয়ের সুখবর নিয়ে শুরু হয়েছিল সকাল। তার কিছু পরে মালেয়েশিয়া থেকেও এসেছে আরেকটি সুসংবাদ। প্রত্যাশিত জয় দিয়ে পরের পর্বে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারাল বাংলাদেশ।
টুর্নামেন্টের আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ এ দিন একটু উন্নতির ছাপ রাখে। ২০ ওভারে তোলে তারা ১২০ রান। স্কটিশদের ইনিংস শেষ হয় ১০৩ রানে। এক পর্যায়ে যদিও স্কটিশদের রান ছিল ২ উইকেটে ৬৯। তবে ওভারপ্রতি রানের সমীকরণ ততক্ষণে তাদের জন্য ছিল অনেক কঠিন। বাংলাদেশের বোলার-ফিল্ডাররাও জ্বলে ওঠে ওই সময়ে। ৩৪ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে তারা নিশ্চিত করে জয়। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বাংলাদেশের সুপার সিক্সে ওঠা নিয়ে সংশয় বেশি ছিল না। এই জয়েই সেই আনুষ্ঠানিকতা সেরে নিল দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধাক্কা খায় ম্যাচের দ্বিতীয় বলেই। শূন্য রানে আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া রান আউট হন ১২ বলে ১৪ করে। টিকতে পারেননি সাদিয়া ইসলাম (৬)। তিনে নামা জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও চারে ২০ রান করেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচে ২৯ রান করা আফিয়া আশিমা এবার একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ২১। তবু একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। ৭ উইকেট পড়েছিল ৮৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার এ দিন ব্যাটিং অর্ডারে একটু নিচে নেমে খেলেন সাত নম্বরে। অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ১২০ রানে নিয়ে যান তিনি।
বোলিংয়ে নেমে স্কটিশদের দুই ওপেনারকে দ্রুতই ফেরায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। তবে রান রেটের দাবি পুরোপুরি মেটাতে পারেননি দুজন। বিশেষ করে মুইর দুটি ছক্কা মারার পরও ২২ রান করতে বল খেলেন ৩২টি। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা। ভরসা হয়ে থাকা স্প্রাউলকে বোল্ড করে দেন আনিসা আক্তার সোবা। চারটি চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন এই কিপার-ব্যাটার। স্কটিশদের পরের ছয় ব্যাটারের কেউ পাঁচ রানের বেশি করতে পারেননি। চার উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার সোবা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে ইফার কর্মকর্তা শফিকুর সাময়িকভাবে বরখাস্ত
বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের প্রমাণ
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
দিরাই সরমঙ্গল ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত
আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান
নির্মম নির্যাতনে লিবিয়ায় মারা গেলো মাদারীপুরের রাকিব
শ্রীপুরে বাল্যবিয়ের অপরাধে বরসহ দুজনের কারাদণ্ড
সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি
জিয়াউর রহমানের ১৯ দফার উপর ভিত্তি করে তারেক রহমান দিয়েছেন ৩১দফা: শামা ওবায়েদ
লক্ষ্মীপুরের মান্দারীতে দুই হোটেল মালিকের জরিমানা