বর্ষসেরা টেস্ট দল ঘোষণা, নেই বাংলাদেশের কেউ
২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম
বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে আইসিসি। বিষ্ময়কর ব্যাপার হলো, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে জায়গা করে নিয়েছে যে দল সবার আগে সেই দক্ষিণ আফ্রিকার কেউ নেই একাদশে।
শুক্রবার ঘোষিত দলটির অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেওয়ার পথে সামনে থেকেই নেতৃত্ব দেন এই পেস অলরাউন্ডার।
অনুমিতভাবেই একাদশে বাংলাদেশের কেউ নেই। নেই জিম্বাবুয়ে, আফগানিস্তান এমনকি পাকিস্তান থেকেও। একাদশে ইংল্যান্ডের সর্বোচ্চ চারজন, তিনজন ভারতের, নিউজিল্যান্ডের দুজন। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া থেকে একজন করে।
তালিকার প্রথম নামটি ইয়াসভি জয়সোয়ালের। গত বছরটা ব্যাট হাতে দুর্দান্ত কেটেছে ভারতীয় এই ওপেনারের। চ্যালেঞ্জিং দক্ষিন আফ্রিকা সফরের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুটি ডাবল সেঞ্চুরিসহ করেন ৭১২ রান। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ পরাজয়েও রান ছিল জয়সোয়ালের ব্যাটে। সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে দল হারলেও দলের সর্বোচ্চ ৩৯১ রান এসেছিল তার ব্যাট থেকেই।
সব মিলিয়ে ২০২৪ সালে ৫৪.৭৪ গড়ে ১ হাজার ৪৭৮ রান করেছেন জয়সোয়াল। এই সময়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল ইংল্যান্ডের জো রুট।
তালিকার দ্বিতীয় নামটি বেন ডাকেটের। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলির সঙ্গে আক্রমনাত্মক এক ওপেনিং জুটির অংশ তিনি। বছরটা তিনি শুরু করেন ভারত সফরে দলের সর্বোচ্চ ৩৪৩ রান করে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সফরেও হেসেছে তার ব্যাট। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও পেয়েছেন রানের দেখা।
সব মিলিয়ে ২০২৪ সালের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ডাকেট। ৩৭.০৬ গড়ে করেছেন ১ হাজার ১৪৯ রান।
এরপর আছেন কেন উইলিয়ামসন। চোট কাটিয়ে দলে ফিরে নিজের মাস্টারক্লাস মেলে ধরেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটার। সব মিলিয়ে ২০২৪ সালে ৫৯.৫৮ গড়ে ১ হাজার ১৩ রান করেন উইলিয়ামসন।
এই তালিকায় রুটের জায়গা পাওয়া বলতে গেলে নিশ্চিতই ছিল। ব্যাট হাতে বছরের সবচেয়ে আলোকিত নামটিই হলেন রুট। পাকিস্তান সফরে খেলেছেন ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় উঠে এসেছেন ছয়ে। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের তালিকায় তিনিই সবার উপরে (৩৫)।
সব মিলিয়ে ২০২৪ সালে ৫৫.৫৭ গড়ে ১ হাজার ৫৫৬ রান করেছেন ইংলিশ তারকা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি এখন পাঁচে।
তালিকায় হ্যারি ব্রুকের নামটাও মোটেও বিস্ময়কর নয়। বছরজুড়ে দুর্দান্ত সব ইনিংসে আগামীর তারকা হওয়ার আভাস দিযেযছেন এই তরুণ ব্যাটার। পাকিস্তান সফরে অনেকগুলো রেকর্ড উপহার দিয়ে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলেন তিনশ রানের ইনিংস। জো রুটের সঙ্গে মুলতানে গড়েন রেকর্ড ৪৫৪ রানের জুটি।
সব মিলিয়ে বিবেচিত সময়ে চতুর্থ সর্বোচ্চ ৫৫ গড়ে ১১’শ রান করেছেন ব্রুক।
প্রায় দুই বছর পর দলে ফিরে দারুণ পারফরম্যান্স দিয়ে এই তালিকায় জায়গা করে দিয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। বিবেচিত সময়ে প্রায় ৭৫ গড়ে ১ হাজার ৪৯ রান করেছেন এই ব্যাটার।
দলে উইকেট-কিপার হিসেবে আছেন ইংল্যান্ডের জেমি স্মিথ। এ বছর ৪২.৪৬ গড়ে ৬৩৭ রান করেছেন তিনি। উইকেটের পিছনে ক্যাচ নিয়েছেন ৩১টি, একটি স্টাম্পিং।
স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও বছরজুড়ে ছিলেন আপন আলোয় উজ্জ্বল। বিবেচিত সময়ে ২৯.২৭ গড়ে ৫২৭ রান করার পাশাপাশি ২৪.২৯ গড়ে নিয়েছেন ৪৮ উইকেট।
দলের নেতৃত্বে থাকা কামিন্স ২০২৪ সালে ৩৭ উইকেট নিয়েছেন ২৪.০২ গড়ে। রান করেছেন ২৩.৫৩ গড়ে ৩০৬। সবচেয়ে বড় যে বিষয় তা হলো, অস্ট্রেলিয়াকে দারুণ নেতৃত্ব দিয়ে সাফল্যের শেষ ধাপে পৌঁছে দেওয়া।
দলে পেসার হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২০২৪ সালে এই পেসার স্রেফ ১৮.৫৮ গড়ে নিয়েছেন ৪৮ উইকেট।
দলে পেস বোলার হিসেবে জাসপ্রিত বুমরাহর জায়গা পাওয়াটাও ছিল অবধারিত। এই ডানহাতি পেসার স্রেফ ১৪.৯২ গড়ে নিয়েছেন এ বছর সর্বোচ্চ ৭১ উইকেট। ২০ গড়ের নীচে টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই ভারতীয়।
আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: ইয়াসাসভি জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রাভিন্দ্রা জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জাসপ্রিত বুমরাহ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত
টঙ্গীতে কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে -কৃষিবিদ শামীম
মহানগর কৃষকদলের উদ্যোগে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
সভাপতি মতিন, সা. সম্পাদক রফিকুল কার্যকরী সভাপতি লিয়াকত
মাগুরায় কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
গুঁড়ি গুঁড়ি শিশিরে আলু-বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক