ডানেডিনে পাকিস্তানের ঘুরে দাঁড়ানের চ্যালেঞ্জ
১৭ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৫:৩২ পিএম

কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়া খেলতে নেমে মুখ থুবড়ে পড়েছে প্রথম ম্যাচেই। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিডের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য সফরকারী পাকিস্তানের।
ডানেডিনে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্ব থেকে ছিটকে যাবার দুঃস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে পাকিস্তান। দলের সেরা দুই খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমকে বাইরে রেখে নতুনভাবে শুরুর লক্ষ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল সাজিয়েছিল তারা।
কিন্তু প্রথম ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে হারের লজ্জায় ডুবে পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের।
দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান। তিনি বলেন, ‘ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয়েছে আমাদের। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটাররা বড় রান এনে দিলেই বোলাররা লড়াই করার সুযোগ পাবে। আশা করি, দ্বিতীয় ম্যাচে ভালো করবে ব্যাটাররা।’
প্রথম ম্যাচের সাফল্য ধরে রেখে সিরিজে ডাবল লিড লক্ষ্য নিউজিল্যান্ডের। সিরিজে সমতা ফেরাতে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে মনে করেন কিউই অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা তিন বিভাগেই ভালো করেছি। বিশেষভাবে বোলাররা। প্রতিপক্ষকে ৯১ রানে অলআউট করে দেওয়ার জন্য তাদের প্রশংসা করতেই হয়। প্রথম ম্যাচে খারাপ করলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের সেরা ফর্মে ফিরবে পাকিস্তান। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে ডাবল লিড নেওয়া।’
এখন পর্যন্ত ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাকিস্তানের জয় ২৩টিতে ও নিউজিল্যান্ড জিতেছে ২০টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।
নিউজিল্যান্ড দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র