হাসানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ইতিহাস গড়ে জিতল পাকিস্তান
২১ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম

ক্যারিয়ারে প্রথম দুই টি-টোয়েন্টিতে রানের খাতাই খুলতে পারেননি হাসান নেওয়াজ। তৃতীয় ম্যাচে এই ওপেনার গড়লেন ইতিহাস। বিস্ফোরক ব্যাটিংয়ে দেশের হয়ে গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে পাকিস্তানও সিরিজে ঘুরে দাঁড়ালো দুর্দান্ত প্রতাপে।
অকল্যান্ডে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২০৫ রানের লক্ষ্য তারা পূরণ করেছে ২৪ বল হাতে রেখেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দুইশর্ধো রান তাড়ার রেকর্ড এটি। এর আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা ২ উইকেটে ২০৮ রান তুলে ম্যাচ জিতেছিল ১৪ বল হাতে রেখে।
কাইল জেমিসনকে বাউন্ডারি হাকিয়ে স্রেফ ৪৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হাসান। পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন বাবর আজমকে। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন বাবর।
পরের বলেই আবার বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন হাসান। নামের পাশে তখন ৪৫ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রান।
৩১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন দলপতি সালমান আলী আগা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬১ বলে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি।
এর আগে ২০ বলে ৪১ রানের ঝড় তুলে দলকে উড়ন্ত শুরু এনে দিয়ে আউট হন মোহাম্মদ হারিস।
এর আগে ইডেন পার্কে দলকে একাই টানেন মার্ক চাপম্যান। তিনে নামা এই ব্যাটার ৪৪ বলে ১১টি চার ও ৪ ছক্কায় করেন ৯৪ রান।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ওভারেই আঘাত হানে পাকিস্তান। শর্ট ফাইনে এক হাত দিয়ে ফিন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ নেন হারিস রউফ। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি।
এরপর দলকে বলতে গেলে একাই টানেন চাপম্যান। পাওয়ার প্লের মাঝে বিদায় নেন আরেক ওপেনার টিম সাইফার্ট (৯ বলে ১৯)। তবে ড্যারিল মিচেল (১১ বলে ১৭), মাইকেল ব্রেসওয়েল (১৮ বলে ৩১), ইশ সোদিকে (১০ বলে ১০) নিয়ে ইনিংস গড়েন চাপম্যান। চাপম্যান-মিচেলের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান। এক বল বাকি থাকতে গুটিয়ে যায় স্বাগতিকরা।
সতীর্থদের রান বিলোনোর দিনে ৪ ওভারে স্রেফ ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন হারিস রউফ। দুটি করে শিকার ধরেন আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি।
প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। আগামী রোববার মাউন্ট মঙ্গুনুইয়ে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ১৯.৫ ওভারে ২০৪ (সাইফার্ট ১৯, অ্যালেন ০, চ্যাপম্যান ৯৪, মিচেল ১৭, নিশাম ৩, হে ৯, ব্রেসওয়েল ৩১, জেমিসন ০, সোধি ১০, ডাফি ২, সিয়ার্স ৭*; আফ্রিদি ৪-০-৩৬-২, আবরার ৩-০-৪৩-২, রউফ ৪-০-২৯-৩, আব্বাস ২.৫-০-২৪-২, শাদাব ৪-০-৩৩-১, খুশদিল ১-০-১৮-০, সালমান ১-০-১৩-০)
পাকিস্তান: ১৬ ওভারে ২০৭/১ (হারিস ৪১, নাওয়াজ ১০৫*, সালমান ৫১*; জেমিসন ৪-০-৫৪-০, ডাফি ৩-০-৩৭-১, সিয়ার্স ৪-০-৫১-০, ব্রেসওয়েল ২-০-২৩-০, সোধি ২-০-২৮-০, নিশাম ১-০-৯-০)
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান নাওয়াজ
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র