বোলার মুমিনুল জেতালেন দলকে
২১ মার্চ ২০২৫, ০৮:১১ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম

মুমিনুল হক বোলিং টুকটাক করেন বটে। তবে এবার তিনি ছাড়িয়ে গেলেন আগের সব পারফরম্যান্স। স্বীকৃত ক্রিকেটে ৪৫৮ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার পেলেন চার উইকেটের স্বাদ। ব্যাটিংয়ের রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। সাথে মোহাম্মদ মিথুনের দারুণ ফিফটিতে লো স্কোরিং ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শীর্ষস্থান মজবুদ করল আবাহনী লিমিটেড।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারায় আবাহনী। ২০০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। এক পর্যায়ে যদিও আরও সহজ জয়ের পথে ছিল তারা। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কমে যায় ব্যবধান।
সাত ম্যাচে ছয় জয় নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল আবাহনী। হার দিয়ে যাত্রা শুরুর পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল গাজী গ্রুপ। তাদের এটি দ্বিতীয় পরাজয়।
উইকেট ভেজা থাকায় প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন এনামুল হক। ৭ ওভারের পাওয়ার প্লেতে ৫৯ রান করে গাজী গ্রুপ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর রানের জোয়ারে বাধ দিতে সক্ষম হয় আবাহনীর বোলাররা। এনামুলও গুটিয়ে যান।
একপর্যায়ে মাত্র ১৭ বলে ৩১ রান করে ফেলা এনামুল ফিফটি করতে খেলেন ৬৫ বল। অন্য প্রান্ত থেকে তেমন সহায়তাও অবশ্য তিনি পাননি।
পঞ্চম উইকেটে ওয়াসি সিদ্দিকির সঙ্গে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৫৭ রানের জুটি। মুমিনুলের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দেন এনামুল। ৬ চার ও ৩ ছক্কায় ৭৬ বলে করেন ৬৮ রান।
ওয়াসির ব্যাট থেকে আসে ৪২ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন করেন ২৭ রান।
৬.১ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নেন মুমিনুল।
রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই ওপেনারের উইকেট হারায় আবাহনী। প্রথম ওভারে ছক্কা-চার মেরে ফেরেন জিসান আলম। পরের ওভারে ছক্কা মেরে অক্কা পান পারভেজ হোসেন।
তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। দুজনের ব্যাটে সহজ জয়ের পথেই এগোচ্ছিল আবাহনী। কিন্তু একই ওভারে দুজনের বিদায়ে রোমাঞ্চ জাগে ম্যাচে।
শান্ত ৬৩ বলে ৪৩ ও মিঠুন ৭৭ বলে ৭৬ রান করে ফেরেন। পরে মোসাদ্দেক হোসেন সৈকতও (১৪ বলে ১৮) বেশিক্ষণ টিকতে পারেননি। এসএম মেহেরব হাসানও ফেরেন কোনো রান না করেই। গাজী গ্রুপের সম্ভাবনা জাগান শেখ পারভেজ রহমান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে আবাহনীকে জয়ের কাছে নিয়ে যান মুমিনুল। কিন্তু ৫ রান বাকি থাকতে তিনিও আউট হয়ে যান। তবে বিপদ ঘটতে দেননি মাহফুজুর রহমান রাব্বি।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৯৯ (সাদিকুর ১৬, এনামুল ৬৮, শোভন ৯, তাহজিবুল ১, শামসুর ৬, ওয়াসি ৪২, তোফায়েল ০, সাকলাইন ২৭, হাশিম ৬, লিওন ১, পারভেজ ৭*; মেহেদি ২-০-১৯-০, মৃত্যুঞ্জয় ১-০-১৪-০, রকিবুল ৮-০-৪৮-২, মোসাদ্দেক ৭-১-১৮-২, রাব্বি ৭-০-২৪-২, মেহেরব ৪-০-২৬-০, মুমিনুল ৬.১-০-৩৮-৪)
আবাহনী লিমিটেড: ৩৫ ওভারে ২০০/৮ (জিসান ১০, পারভেজ ৬, শান্ত ৪৩, মিঠুন ৭৬, মোসাদ্দেক ১৮, মুমিনুল ২৪, মেহেরব ০, রাব্বি ৮*, রকিবুল ১, মৃত্যুঞ্জয় ১*; লিওন ৭-০-৪৫-২, পারভেজ ৮-০-৪৬-৩, হাশিম ৫-০-৩০-২, তোফায়েল ২-০-১১-০, শামসুর ২-০-৫-১, ওয়াসি ৬-০-৩২-০, সাকলাইন ৫-০-২২-০)
ফল: আবাহনী লিমিটেড ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুমিনুল হক
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র