এক রান করতে এসে রেকর্ডগড়া সেঞ্চুরি!
২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০১:২৯ এএম

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় ম্যাচে তাই স্বাভাবিকভাবেই বাদ পরার তালিকায় ছিলেন হাসান নাওয়াজ। কিন্তু তারপরও তাকে দলে রাখে পাকিস্তান। সুদে-আসলে তা পুষিয়ে দিয়েছেন এই ওপেনার। নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করে পেলেন রেকর্ডগড়া সেঞ্চুরি। তার কাঁধে ভর করে অনায়াসে দুইশর বেশি রান তাড়া করে জিতে পাকিস্তানও গড়ল ইতিহাস। গতকাল অকল্যান্ডে তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে সফরকারীরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ২০৪ রানের ভালো পুঁজি গড়ে অলআউট হয় কিউইরা। জবাবে ¯্রফে ১ উইকেট হারিয়ে ২৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে সালমান আলী আগার দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশর বেশি রানের লক্ষ্য ১৬ ওভারের মধ্যে মিলিয়ে ম্যাচ জয়ের ঘটনা এটিই প্রথম। এমন সমীকরণ বিবেচনায় দ্রুততম জয়ের আগের কীর্তিটি দক্ষিণ আফ্রিকা গড়েছিল ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৫ রান তাড়া করে দলটি জিতেছিল ১৭.৪ ওভারে। অবধারিতভাবে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা নাওয়াজ ১০৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। ৪৫ বল মোকাবিলায় তিনি অপরাজিত থাকেন ১০ চার ও ৭ ছক্কা মেরে। তিনি তিন অঙ্কে পৌঁছান ৪৪ বলে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। নাওয়াজ ছাড়িয়ে গেছেন বাবর আজমকে। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন বাবর।
অথচ প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় এই ম্যাচে অন্তত একটি সিঙ্গেল নিতে চেয়েছিলেন। নিজের দ্বিতীয় বলেই ফ্লিক করে আদায় করে নেন কাক্সিক্ষত রানটি। বাকিটা ইতিহাস। মাত্র ৪৫ বলেই করেন সেঞ্চুরি। যা পাকিস্তানের পক্ষে এই সংস্করণে দ্রুততম। পেছনে ফেলে দেন বাবর আজমকে। ২০২১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে শতক করেছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। ১৬ ওভারে ম্যাচ জিতে দলও গড়ে নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইশ বা এর চেয়ে বেশি রান এত দ্রুত তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্যে ১৪ বল হাতে রেখে পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে নাওয়াজ বলেন, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছিলাম, তাতে কিছুটা হতাশ ছিলাম। তবে অধিনায়ক ও শাদাব খান আমাকে আমার স্বাভাবিক খেলাটা খেলার জন্য সমর্থন দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান পাওয়ার আগে শুধু একটাই ভাবনা ছিল- আগে অন্তত একটা সিঙ্গেল নিতে হবে। সেটি পাওয়ার পর আমি স্বাভাবিক হতে পেরেছি।’ দুর্দান্ত জয়ে অধিনায়ক সালমান আগাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স। আমরা একদম পরিকল্পনামাফিক খেলেছি। বোলাররা দুর্দান্ত শুরু করেছিল, এরপর দুই তরুণ ব্যাটার দারুণভাবে ব্যাট করেছে। যদি তরুণদের ওপর আস্থা রাখা যায়, তারা ঠিক আজকের মতো ভালো খেলবে। এই উইকেটের গড় রান ২০০, আমি শুধু বলেছিলাম, ভালোভাবে ব্যাট করলে আমরা এই লক্ষ্য তাড়া করতে পারব।’
পাকিস্তানের জয়ে অবদান কম নয় মোহাম্মদ হারিস ও সালমানেরও। ৩ ছক্কা ও ৪টি চারে ২০ বলে ৪১ রান করে দলকে দারুণ শুরু এনে দেন হারিস। অধিনায়ক সালমান অপরাজিত থাকেন ২ ছক্কা ও ৬ চারে ৩১ বলে ৫১ রান করে। ম্যাচের প্রথম অংশে আলো ছড়ান মার্ক চ্যাপম্যান। ৪ ছক্কা ও ১১ চারে ৪৪ বলে ৯৪ রান করেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। তিনি ছাড়া স্বাগতিকদের আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। এই জয়ের ফলে সিরিজে টিকে থাকল পাকিস্তান। যেখানে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজের বাকি দুটি ম্যাচ আগামী ২৩ ও ২৬ মার্চ মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বগুড়ার সান্তাহারে প্রাইভেট কারের ধাক্কায় শিশুসহ ৪ আহত

নানা আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈশাখী উৎসব সম্পন্ন
বরিশালে দীর্ঘ প্রতিক্ষিত বৃষ্টিপাতে তাপমাত্রার পারদ নামল ৪ ডিগ্রী সেলসিয়াস জনমনে ব্যপক স্বস্তি

গফরগাঁওয়ে প্রাইভেটকার ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ ঃ হোন্ডার চালক গুরুতর আহত

প্রকাশ্য মুসলিম নারীদের বোরখা ধরে টানাটানি, উত্তরপ্রদেশে গ্রেফতার ৬

আনোয়ারায় বাংলা নববর্ষ উদযাপনে শোভাযাত্রা

বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বরিশালে একঘরে দম্পতির লাশ উদ্ধার

চাঁদের গাড়ী থেকে ছিটকে যুবকের মৃত্যু

বাংলা নববর্ষ উৎসব ১৪৩২ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ শুভাযাত্রা

আদালত প্রাঙ্গনে দুই স্ত্রীর জুতোপেটা খেলেন স্বামী, ভিডিও ভাইরাল!

নববর্ষে দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

মোংলায় নববর্ষকে স্বাগত জানিয়ে বিএনপি শোভাযাত্রা

বাংলা নববর্ষে নোবিপ্রবিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশি 'কালা কালা' গানে মাতাল মার্কিন যুক্তরাষ্ট্র

পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

ইসরায়েলি গণমাধ্যমে বারবার কেন বাংলাদেশের নাম?

রাঙামাটির রাজস্থলীতে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহনে পহেলা বৈশাখ পালন

বাংলা নববর্ষ, টাইম স্কোয়ারে বাঙালি সংস্কৃতির ঝলক

মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত