রিতুর বীরত্বে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ছবি: বিসিবি/ফেসবুক

জিতলে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে ১৩৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। এরপর উইকেটে গিয়ে পুরো গল্পটাই পাল্টে দিলেন রিতু মনি। তার বীরোচিত ইনিংসে রান তাড়ার রেকর্ড গড়ে নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। ২৩৫ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লাল সবুজের দলটি।

ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।

প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি করে রেকর্ড গড়া জয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিতু। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৬৭ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার।

নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে মাত্র ৩৪ বলে ৫৪ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন রিতু। এটিও বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল জাহানারা আলম ও পান্না ঘোষের ৩৭ রান।

বাছাইয়ে পরপর দুই ম্যাচ জিতে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ গড়ে থাইল্যান্ডকে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল তারা।

গত মাসে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার হয়েছিলেন রিতু। গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করে জাতীয় দলে জায়গাও ফিরে পান অভিজ্ঞ অলরাউন্ডার।

সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার জাতীয় দলেও টেনে আনলেন রিতু। আগের ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি তিনি। এবার দলের চরম প্রয়োজনের মুহূর্তে ছয় নম্বরে নেমে খেললেন অনবদ্য ইনিংস। ৬ চারের সঙ্গে ম্যাচের একমাত্র ছক্কাটি মারেন তিনি।

রান তাড়ায় ২ রানে ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার। তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন আগের ম্যাচে রেকর্ড গড়া নিগার সুলতানা ও শারমিন আক্তার।

২৪ রান করা শারমিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সোবহানা মোস্তারি। দারুণ ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি করেন নিগার। সবশেষ চার ম্যাচে এটি তার তৃতীয় পঞ্চাশছোঁয়া ইনিংস।

ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। একশর আগে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন রিতু। ইনিংসের শুরুতে অবশ্য ভাগ্যের ছোঁয়াও পান তিনি। ব্যক্তিগত ০ ও ৪ রানে অভিজ্ঞ অলরাউন্ডারের ক্যাচ ছেড়ে দেন আইরিশ ফিল্ডাররা।

ফাহিমা বিদায় নেন ২৮ রান করে। পরে জান্নাতুল ফেরদৌস সুমনাকে নিয়ে আরও ৪০ রান যোগ করেন রিতু। সুমনা ও রাবেয়া দ্রুত ফিরলে আবার বাড়ে চাপ। তবে অঅস্থার প্রতীক হয়ে ছিলেন রিতু। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন নাহিদা। দুজন মিলে রানের চাহিদা মিটিয়ে খেলতে থাকেন।

ব্যক্তিগত ৪৯ রানে আবার জীবন পান রিতু। তখনও জয় থেকে ২০ রান দূরে ছিল বাংলাদেশ। তৃতীয় দফায় বেঁচে গিয়ে পরপর দুটি বাউন্ডারি মেরে সমীকরণ নাগালে নামিয়ে আনে পেস বোলিং অলরাউন্ডার।

পরের ওভারে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন রিতু। আর ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাহিদা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সারাহ ফোর্বসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার। ভালো শুরু পেলেও দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।

চতুর্থ উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলানি। ৪১ রান করা প্রেন্ডারগাস্টকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া। দারুণ ব্যাটিংয়ে ৭৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন আইরিশদের সাবেক অধিনায়ক ডেলানি।

শেষ দিকে ১৭ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে দলকে আড়াইশর কাছে নিয়ে যান আর্লিন কেলি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া। ফাহিমা নেন ২ উইকেট।

একই মাঠে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মাদ্রিদ ওপেনে থেকে আলকারাজের নাম প্রত্যাহার
মৌসুম শেষ কামাভিঙ্গার
২০২৮ সালের প্যারালিম্পিকে লড়বেন ইরানি প্যারা শ্যুটার জাভানমারদি
গাম্ভিরকে হত্যার হুমকি
সাফ চ্যাম্পিয়নশিপ এ বছর হচ্ছে না
আরও
X

আরও পড়ুন

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না :খন্দকার মুক্তাদির

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না :খন্দকার মুক্তাদির

শেরপুরে এই প্রথম চাষ হচ্ছে বিদেশি অর্থকরি ফসল ‘চিয়া সিড’

শেরপুরে এই প্রথম চাষ হচ্ছে বিদেশি অর্থকরি ফসল ‘চিয়া সিড’

পারভেজ হত্যা: সেই ২ ছাত্রী আটক

পারভেজ হত্যা: সেই ২ ছাত্রী আটক

পারভেজ হত্যাকান্ডে বৈষম্যবিরোধীদের আসামি না করতে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল: ছাত্রদল সভাপতি

পারভেজ হত্যাকান্ডে বৈষম্যবিরোধীদের আসামি না করতে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল: ছাত্রদল সভাপতি

নারী সংস্কারের কথিত প্রস্তাব  ধর্মীয়  ভারসাম্য ধ্বংসের গভীর ষড়যন্ত্রর  বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত

নারী সংস্কারের কথিত প্রস্তাব ধর্মীয় ভারসাম্য ধ্বংসের গভীর ষড়যন্ত্রর বিভিন্ন দলের প্রতিবাদ অব্যাহত

২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঃ ২৮ এপ্রিল হজ কার্যক্রম উদ্বোধন হাজী ক্যাম্প ধোয়ামোছার কাজ চলছে জোরেশোরে

২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঃ ২৮ এপ্রিল হজ কার্যক্রম উদ্বোধন হাজী ক্যাম্প ধোয়ামোছার কাজ চলছে জোরেশোরে

পুলিশের সহযোগিতায় বেঙ্গল বিল্ডার্সের তিন কর্মকর্তা উদ্ধার,অভিযুক্তের দাবি সাজানো নাটক

পুলিশের সহযোগিতায় বেঙ্গল বিল্ডার্সের তিন কর্মকর্তা উদ্ধার,অভিযুক্তের দাবি সাজানো নাটক

ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরস্কার পেলেন সাভার থানার মো: জুয়েল মিয়া

ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরস্কার পেলেন সাভার থানার মো: জুয়েল মিয়া

এবার ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করলো পাকিস্তান

এবার ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করলো পাকিস্তান

ঐতিহ্যবাহী অলঙ্কার নগরীর স্বীকৃতি পেল ইয়াজদ

ঐতিহ্যবাহী অলঙ্কার নগরীর স্বীকৃতি পেল ইয়াজদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: আবু হানিফ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা: আবু হানিফ

ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি বেড়ে দ্বিগুণ, আয় বিলিয়ন ডলার

ইরানের দুগ্ধজাত পণ্য রপ্তানি বেড়ে দ্বিগুণ, আয় বিলিয়ন ডলার

এবার ভারতের বিরুদ্ধে পাল্টা কড়া পদক্ষেপ নিলো পাকিস্তান

এবার ভারতের বিরুদ্ধে পাল্টা কড়া পদক্ষেপ নিলো পাকিস্তান

ইসলামকে নারী ও রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : মুফতী  আনোয়ারী

ইসলামকে নারী ও রাষ্ট্রের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে : মুফতী আনোয়ারী

কাতারের সব দেনা পরিশোধ করা হয়েছে: প্রেস সচিব

কাতারের সব দেনা পরিশোধ করা হয়েছে: প্রেস সচিব

প্রশ্নপত্র ছাপানো বন্ধ হচ্ছে বিজি প্রেসে

প্রশ্নপত্র ছাপানো বন্ধ হচ্ছে বিজি প্রেসে

নাঙ্গলকোটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নাঙ্গলকোটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার: রিজওয়ানা হাসান

সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার: রিজওয়ানা হাসান

রাফাল, সু-৩০ উড়িয়ে যুদ্ধের মহড়া শুরু ভারতীয় সেনার

রাফাল, সু-৩০ উড়িয়ে যুদ্ধের মহড়া শুরু ভারতীয় সেনার

ফটো জার্নালিস্টসদেরকে বরাদ্দ দেয়া ভবনের একাংশ অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন

ফটো জার্নালিস্টসদেরকে বরাদ্দ দেয়া ভবনের একাংশ অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন