রিতুর বীরত্বে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

ছবি: বিসিবি/ফেসবুক

জিতলে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে ১৩৯ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। এরপর উইকেটে গিয়ে পুরো গল্পটাই পাল্টে দিলেন রিতু মনি। তার বীরোচিত ইনিংসে রান তাড়ার রেকর্ড গড়ে নারী বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। ২৩৫ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে লাল সবুজের দলটি।

ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।

প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ফিফটি করে রেকর্ড গড়া জয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিতু। অপরাজিত ইনিংসে ৬১ বলে ৬৭ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার।

নবম উইকেটে নাহিদা আক্তারের সঙ্গে মাত্র ৩৪ বলে ৫৪ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন রিতু। এটিও বাংলাদেশের রেকর্ড। আগের রেকর্ড ছিল জাহানারা আলম ও পান্না ঘোষের ৩৭ রান।

বাছাইয়ে পরপর দুই ম্যাচ জিতে শ্রেয়তর নেট রান রেটের সৌজন্যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ গড়ে থাইল্যান্ডকে ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছিল তারা।

গত মাসে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার হয়েছিলেন রিতু। গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করে জাতীয় দলে জায়গাও ফিরে পান অভিজ্ঞ অলরাউন্ডার।

সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার জাতীয় দলেও টেনে আনলেন রিতু। আগের ম্যাচে ব্যাটিং-বোলিংয়ের সুযোগ পাননি তিনি। এবার দলের চরম প্রয়োজনের মুহূর্তে ছয় নম্বরে নেমে খেললেন অনবদ্য ইনিংস। ৬ চারের সঙ্গে ম্যাচের একমাত্র ছক্কাটি মারেন তিনি।

রান তাড়ায় ২ রানে ড্রেসিং রুমে ফেরেন বাংলাদেশের দুই ওপেনার। তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন আগের ম্যাচে রেকর্ড গড়া নিগার সুলতানা ও শারমিন আক্তার।

২৪ রান করা শারমিনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সোবহানা মোস্তারি। দারুণ ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি করেন নিগার। সবশেষ চার ম্যাচে এটি তার তৃতীয় পঞ্চাশছোঁয়া ইনিংস।

ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। একশর আগে ৫ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে যায় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন রিতু। ইনিংসের শুরুতে অবশ্য ভাগ্যের ছোঁয়াও পান তিনি। ব্যক্তিগত ০ ও ৪ রানে অভিজ্ঞ অলরাউন্ডারের ক্যাচ ছেড়ে দেন আইরিশ ফিল্ডাররা।

ফাহিমা বিদায় নেন ২৮ রান করে। পরে জান্নাতুল ফেরদৌস সুমনাকে নিয়ে আরও ৪০ রান যোগ করেন রিতু। সুমনা ও রাবেয়া দ্রুত ফিরলে আবার বাড়ে চাপ। তবে অঅস্থার প্রতীক হয়ে ছিলেন রিতু। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন নাহিদা। দুজন মিলে রানের চাহিদা মিটিয়ে খেলতে থাকেন।

ব্যক্তিগত ৪৯ রানে আবার জীবন পান রিতু। তখনও জয় থেকে ২০ রান দূরে ছিল বাংলাদেশ। তৃতীয় দফায় বেঁচে গিয়ে পরপর দুটি বাউন্ডারি মেরে সমীকরণ নাগালে নামিয়ে আনে পেস বোলিং অলরাউন্ডার।

পরের ওভারে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন রিতু। আর ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন নাহিদা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সারাহ ফোর্বসের উইকেট হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন গ্যাবি লুইস ও এমি হান্টার। ভালো শুরু পেলেও দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।

চতুর্থ উইকেট জুটিতে ৭২ রান যোগ করেন ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডেলানি। ৪১ রান করা প্রেন্ডারগাস্টকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া। দারুণ ব্যাটিংয়ে ৭৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন আইরিশদের সাবেক অধিনায়ক ডেলানি।

শেষ দিকে ১৭ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে দলকে আড়াইশর কাছে নিয়ে যান আর্লিন কেলি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া। ফাহিমা নেন ২ উইকেট।

একই মাঠে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সেমিফাইনালে হেরে গেল মায়ামি
মৌসুম শেষ কামাভিঙ্গার
মাদ্রিদ ওপেনে থেকে আলকারাজের নাম প্রত্যাহার
টিভিতে দেখুন
পারটেক্সের অবনমন,টিকে গেলো ব্রাদার্স
আরও
X

আরও পড়ুন

ইবিতে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তার হাত বাড়ালো বিভিন্ন ছাত্র সংগঠন

ইবিতে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তার হাত বাড়ালো বিভিন্ন ছাত্র সংগঠন

গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতে হবে, মৃত্যুদন্ড দাবী- এম নাসের রহমান

গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতে হবে, মৃত্যুদন্ড দাবী- এম নাসের রহমান

কুলাউড়া আ'লীগের সাধারণ সম্পাদক কামরুলকে আটক করেছে পুলিশ

কুলাউড়া আ'লীগের সাধারণ সম্পাদক কামরুলকে আটক করেছে পুলিশ

সামরিক শক্তিতে কে এগিয়ে? ভারত নাকি পাকিস্তান!

সামরিক শক্তিতে কে এগিয়ে? ভারত নাকি পাকিস্তান!

উপদেষ্টা পরিচয়ে সানির অভিষেক

উপদেষ্টা পরিচয়ে সানির অভিষেক

বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স

বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স

ইয়েমেনের মারিব ও আমরান প্রদেশে মার্কিন বিমান হামলা

ইয়েমেনের মারিব ও আমরান প্রদেশে মার্কিন বিমান হামলা

৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান

৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান

আবুধাবি মাতাবেন জেনিফার লোপেজ

আবুধাবি মাতাবেন জেনিফার লোপেজ

ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

শর্ত সাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জোলানি

শর্ত সাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জোলানি

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানার আইডিতে শিক্ষা উপদেষ্টা ও ডিসিকে নিয়ে স্ট্যাটাস

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানার আইডিতে শিক্ষা উপদেষ্টা ও ডিসিকে নিয়ে স্ট্যাটাস

দুবাই থেকে আসা যাত্রীর পরিধেয় কাপড়ে মিলল গলানো স্বর্ণ

দুবাই থেকে আসা যাত্রীর পরিধেয় কাপড়ে মিলল গলানো স্বর্ণ

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের সভাপতি জিসান, সম্পাদক নিলয়

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের সভাপতি জিসান, সম্পাদক নিলয়

তবে কী যুদ্ধের দামামা বাজছে ভারত-পাকিস্তানে?

তবে কী যুদ্ধের দামামা বাজছে ভারত-পাকিস্তানে?

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি; ঢাকার বাতাসে উন্নতি

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি; ঢাকার বাতাসে উন্নতি

ট্রাম্পের সোনালি দিনের স্বপ্নে ভাটা, জনসমর্থন কমেছে তিন মাসেই

ট্রাম্পের সোনালি দিনের স্বপ্নে ভাটা, জনসমর্থন কমেছে তিন মাসেই

বোয়ালমারী একটি বাড়ি নিয়ে একটি গ্রাম!

বোয়ালমারী একটি বাড়ি নিয়ে একটি গ্রাম!

ভারতে পাকিস্তান হাইকমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ চলছে

ভারতে পাকিস্তান হাইকমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ চলছে

চীন নীতি অপরিবর্তিত রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে যেতে প্রস্তুত ইইউ

চীন নীতি অপরিবর্তিত রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে যেতে প্রস্তুত ইইউ