নিশামের ৫ উইকেট, ১০ ছক্কায় সাইফার্টের ৩৮ বলে ৯৭*, পাকিস্তানের আত্মসমর্পণ
২৬ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

আবারও অসহায় পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে সফরকারী দলটিকে একাই ধ্বসিয়ে দিলেন জেমস নিশাম। ছোট্ট লক্ষ্য তাড়া পরে ব্যাট হাতে টর্নেডো ইনিংস উপহার দিলেন টিম সাইফার্ট। বড় জয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে স্রেফ ১২৮ রানে আটকে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। দশ ওভারেই লক্ষ্য পূরণ করে স্বাগতিকরা।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দের বেশ কজন ক্রিকেটারকে ছাড়াই ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল কিউইরা।
অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে টি-টোয়েন্টিতে নতুনভাবে শুরু করা পাকিস্তান সিরিজ হেরে গেল বাজেভাবে।
এদিন নিউজিল্যান্ডের জয়ের ভিদ গড়ে দেন নিশাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এই পেস অলরাউন্ডার নেন ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে এই সংস্করণে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ম্যাচ-সেরার স্বীকৃতিও এই ৩৪ বছর বয়সীর হাতে।
কম যাননি সাইফার্টও। টানা তিন ছক্কায় ম্যাচের ইতি টানা এই ওপেনার ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তার ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ১০ ছক্কা ও ৬ চারে।
সাইফার্ট ও ফিন অ্যালেন মিলে প্রথম ৬ ওভারে তোলেন বিনা উইকেটে ৯২ রান, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের যা সর্বোচ্চ। ২০১৮ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটে ৮৬ রান ছিল তাদের আগের সর্বোচ্চ।
টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। একাদশ ওভারে পঞ্চম উইকেটে যখন হারায় তখন স্কোরবোর্ডে কেবল ৫২ রান। এরপর সালমান আলী আগা ও শাদাব খানের ব্যাটে একশ পার করতে পারে দলটি।
ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন যোগ করেন ৩৫ বলে ৫৪ রান। অধিনায়ক সালমান করেন ৩৯ বলে সর্বোচ্চ ৫১ রান। ২০ বলে ২৮ রান করেন শাদাব। দুই অঙ্কে যেতে পারেন আর কেবল মোহাম্মদ হারিস (১১)।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই আসে ৬.২ ওভারে ৯৩ রান। ১২ বলে ২৭ রান করে পেরেন অ্যালেন। মার্ক চাপম্যানও ফেরেন দ্রুত। তবে ড্যারিল মিচেল থাকেন অপর পাশে অপরাজিত। ব্যাট হাসে প্রায় সব কাজ একাই করেন সাইফার্ট।
সিরিজে ২৪৯ রান সাইফার্টের। সিরিজ সেরাও হয়েছেন এই ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (হারিস ১১, নাওয়াজ ০, ইউসুফ ৭, সালমান ৫১, উসমান ৭, সামাদ ৪, শাদাব ২৮, জাহানদাদ ১, রউফ ৬*, মুকিম ০, আলি ০*; ও’রোক ৪-০-২৯-০, ডাফি ৪-০-১৮-২, সিয়ার্স ৪-০-২৫-১, সোধি ৪-০-৩২-১, নিশাম ৪-০-২২-৫)
নিউ জিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সাইফার্ট ৯৭*, অ্যালেন ২৭, চাপম্যান ৩, মিচেল ২*; জাহানদাদ ২-০-৪৩-০, আলি ২-০-২৭-০, রউফ ২-০-২২-০, মুকিম ২-০-৬-২, শাদাব ২-০-৩৩-০)
ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: জেমস নিশাম
ম্যান অব দা সিরিজ: টিম সাইফার্ট
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র