সহজ জয়ের পরও ক্ষুব্ধ বার্সা কোচ
২৮ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০২:৪২ পিএম

ওসাসুনার বিপক্ষে সহজ জয়ই পেয়েছে বার্সেলোনা। মধুর প্রতিশোধের ম্যাচে রিয়াল মাদিদের সঙ্গে তিন পয়ন্টের ব্যবধানে শীর্ষস্থান মজবুদ করেছে কাতালোনিয়ার দলটি। তবু ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির জার্মান কোচ হান্সি ফ্লিক।
বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ মাঠ গড়ায় বৃহস্পতিবার রাতে। একপেশে লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হারের মধুর প্রতিশোধ নিল ফ্লিকের দল।
নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করে লা লিগা কর্তৃপক্ষ। এটা নিয়ে আপত্তি ছিল দুই দলেরই। জাতীয় দলের ম্যাচের ক্লান্তি-শ্রান্তি কাটিয়ে ওঠার আগে মাঠে নামায় চোটাক্রান্ত হওয়ার শঙ্কা থাকে সবসময়ই। তকে লিগ কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
শঙ্কা সত্যি করে ছিটকে গেছেন দানি ওলমো। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে তাই ক্ষোভ উগরে দিলেন বার্সেলোনা কোচ। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে।
“যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়।”
“আমরা জানি না, কতদিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়। ওই তিন পয়েন্টের মূল্য অতি চড়া।”
এমনিতেই ঠাসা সূচি আর টানা খেলা নিয়ে জেরবার ফুটবলাররা। এর ওপর আবার এ বছর থেকেই ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়েও শেষ হচ্ছে না। নতুন আঙ্গিকে বড় পরিসরে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু হচ্ছে এবার থেকেই।
বার্সেলোনা যদিও এবার ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, তবে ফুটবলারদের কথা ভেবে এই টুর্নামেন্টকে বাড়াবাড়ি মনে করেন হান্সি ফ্লিক।
“ফুটবলারদের কথা শুনতে হবে আমাদের। এটা গুরুত্বপূর্ণ। কোচদের কথা শুনতে হবে। এই গ্রীষ্মে আবার ক্লাব বিশ্বকাপ আছে। খুবই কঠিন। নেশন্স লিগ, আন্তর্জাতিক ম্যাচের বিরতি….। আমার মনে হয়, এই ক্লাব বিশ্বকাপ ব্যাপারটি ভালো কিছু নয়। অনেক অর্থ আয় করা যাবে, কিন্তু ফুটবলারদের জন্য ভালো কিছু নয়। একটা জায়গায় থামতে হবে আমাদের এবং ফুটবলারদের কথা ভাবতে হবে।”
“সমর্থকদের চাওয়া থাকে, প্রতিটি ফুটবলার সবসময় শতভাগ দেবে, তারা দারুণ প্রদর্শনী দেখতে চায়। এভাবে (সূচি) চলতে থাকলে, সর্বোচ্চ মান ধরে রেখে খেলা সম্ভব নয়। শুধু আমাদের জন্যই নয়, অন্য দলগুলির জন্যও, যারা ক্লাব বিশ্বকাপে খেলবে।”
এদিন একাদশ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের রক্ষণ চেরা পাস পেয়ে চলতি বলেই ক্রস করেন আলেহান্দ্রো বাল্দে। দুই জনের কড়া পাহারার মধ্যেই ছুটে গিয়ে স্লাইডে জাল খুঁজে নেন ফেররান তররেস। ২১তম মিনিটে সফল স্পট কিকে ব্যববধান দ্বিগুণ করেন ওলমো।
৭৭তম মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। নিজেদের ডি বক্সের সামনে থেকে বাড়ানো বল ধরে লোপেস দারুণ ক্রসে খুঁজে নেন রবার্ত লেভানদোভস্কিকে। অসাধারণ হেডে বাকিটা সারেন ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার। চলতি আসরে এটি তার ২৩তম গোল।
২৮ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬০ পয়েন্ট নিয়ে দুই রিয়াল মাদ্রিদ, ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ওসাসুনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র