স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দিল্লির জয়, রানা ঝড়ে জিতল রাজস্থান
৩১ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন মিচেল স্টার্ক। তার বোলিং তোপে রোববার আইপিএলে জয় পেল দিল্লি ক্যাপিটালস। একই দিন নিতিশ রানার ৩৬ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে জিতেছে রাজস্থান রয়্যালসও।
স্টার্কের তোপের মুখে রোববার ১৬৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে চার ওভার ও ৭ উইকেট হাতে রেখেই আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লি।
দিনের দ্বিতীয় ম্যাচে গৌহাটিতে রানার অসাধারণ ব্যাটিংয়ে রাজস্থান ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। এরপর চেন্নাই সুপার কিংস তুলতে পারে ৬ উইকেটে ১৭৬ রান। ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। আগের দুই ম্যাচে পরাজয়ের পর এটি রাজস্থানের প্রথম জয়।
চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিতে মূল ভূমিকা পালন করেছেন শ্রীলংকার লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৫ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট।
বাঁ-হাতি ব্যাটার রানা দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসনকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে তুলেন।
আফগানিস্তানে বাঁ-হাতি স্পিনার নুর আহমেদ স্যামসনকে সাজঘরে পাঠিয়ে এই জুটি ভাঙ্গেন। রাজস্থানের নিয়মিত অধিনায়ক স্যামসন ইনজুরির কারনে শুধুমাত্র ব্যাটিং করেছেন।
ম্যাচ সেরা রানা ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ১০টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সহায়তায় তিনি নিজের পুরো ইনিংসটি সাজিয়েছেন।
অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বীন রানার উইকেট তুলে নিয়ে চেন্নাই শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন। শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানার বলে বোল্ড হবার আগে পরাগ ২৮ বলে করেছেন ৩৭ রান।
জবাবে চেন্নাইয়েল ইনিংসে প্রথম ওভারেই আঘাত হানেন ইংলিশ পেসার জোফরা আর্চার। রাচিন রবিন্দ্রকে (০) কট বিহাইন্ড করে তিনি বেশীদুর এগুতে দেননি। এবারের আইপিএল আসরে এটি আর্চারের প্রথম উইকেট। এরপর হাসারাঙ্গা ম্যাচের নিয়ন্ত্রন নেন। নিজের চার ওভারেই তিনি উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের পরাজয় নিশ্চিত করেন।
এর আগে দিনের শুরুতে নিজেদের দ্বিতীয় হোমগ্রাউন্ড ভিশাকাপত্তমে দিল্লি পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে। স্টার্ক এক ওভারে ইশান কিশান ও নিতিশ রেড্ডিকে সাজঘরে পাঠান। এরপর অস্ট্রেলিয়ান সতীর্থ ট্রাভিস হেডকে ২২ রানে কট বিহাইন্ড করলে হায়দারাবাদ ৪.১ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারায়।
ভারতীয় ব্যাটার অনিকেত ভার্মা সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করেছেন। দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটার হেনরিক ক্লাসেনকে নিয়ে ৭৭ রানের জুটি গড়ে তুলেন ভার্মা। স্পিনার কুলদ্বীপ যাদব ২২ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে দক্ষিণ আফ্রিকান অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিসের ২৭ বলে ৫০ রানে দিল্লির জয়ের পথ সহজ হয়ে যায়। ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সামীর তৃতীয় ওভারে একটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারির সহায়তায় ১৫ রান নেন ডু প্লেসিস।
নতুন অধিনায়ক আক্সার প্যাটেলের অধীনে দিল্লি আইপিএল’র প্রথম শিরোপার লক্ষ্যে দারুণভাবে নিজেদের প্রমান করে চলেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু

সরকারের দুই উপদেষ্টা আ’লীগ পুনর্বাসনে ব্যস্ত বলে রাশেদ খানের অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন মিয়ানমারের প্রধানমন্ত্রী

ভারতকে হটিয়ে তবে কি কাশ্মীর দখলে নিচ্ছে পাকিস্তান?

৪০ বছর ইমামতি শেষে ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সড়ক দুর্ঘটনায় নিঃশেষ হয়ে গেল পুরো পরিবার

পাবনার সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

আনোয়ারায় দুর্ধর্ষ ডাকাতি, আহত ৮

পাকিস্তানের বেলুচিস্তানে রাজনৈতিক কর্মী জাহির বালোচ গ্রেপ্তার

মাথায়গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২জন এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কে ঈদের পরে ৬ষ্ঠ দিনেও পর্যটকের ভিড়!

বেনাপোল বন্দর দিয়ে ৮ দিন পর আমদানি-রপ্তানি শুরু

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল নিউজিল্যান্ড

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলনে গ্রেপ্তার ১১

চিকিৎসক সংকট কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

গদিতে থাকার চেষ্টা করলে চুপ করে বসে থাকবে না বিএনপি

বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে বাদ সামিটের আজিজ খান

ফলের কার্টনে পাওয়া লাশের টুকরো অংশগুলো সাভারের সবুজ মোল্লার