অ্যাথলেটিক্সের জুঁই এখন নারী ক্রিকেটে
০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

জাতীয় দলের সাবেক তারকা অ্যাথলেট ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ ফৌজিয়া হুদা জুই’কে সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের স্ট্রেনথ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২১ মার্চ বিকেএসপির সম্মতিতে নারী ক্রিকেট দলে কাজ শুরু করেন জুই। তবে এর দুই দিন পরই তাকে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য জাম্পের কোচ করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। মাত্র দুই দিনের ব্যবধানে দুই ফেডারেশন থেকে কোচের দায়িত্ব পেয়ে ক্রিকেটকেই বেছে নিয়েছে সাবেক এই তারকা অ্যাথলেট। ফলে সাফ অ্যাথলেটিক্সে নয়, জুই যাচ্ছেন নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে অংশ নিতে আজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। জ্যোতি-সুপ্তাদের সফরসঙ্গী হচ্ছেন সাবেক অলিম্পিয়ান জুইও। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদ এসএ গেমসে অংশ নিয়েছিলেন তিনি। আরো কয়েকবার অ্যাথলেট হিসেবে পাকিস্তান সফর করলেও এবারের সফরটি একটু ভিন্নই জুইয়ের কাছে,‘এত দিন ব্যক্তিগত ইভেন্টে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করেছি। এবারই প্রথম দলীয় কোনো ডিসিপ্লিনের সঙ্গে যাচ্ছি। যা আসলেই ভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ। দলীয় ইভেন্টে টিম বন্ডিং আরো অনেক বিষয় থাকে।’
বিসিবি জুইকে ছয় মাসের জন্য নারী দলের কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। মাত্র দিন দশেক কাজ করেছেন সাবেক এই অলিম্পিয়ান। স্বল্প দিনে নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করে তার পর্যবেক্ষণ,‘এই অল্প সময়ের মধ্যে আমার লক্ষ্য ছিল মেয়েদের ফিটনেস যে পর্যায়ে রয়েছে সেটাই বজায় রাখা। মেয়েরা অত্যন্ত পরিশ্রমী এবং শিখতে খুবই আগ্রহী।’
বিশ্বকাপ বাছাই শেষে দল ফেরার পর ফিটনেস নিয়ে বিশেষভাবে কাজ করতে চান সাবেক এই তারকা অ্যাথলেট,‘বিসিবির নারী উইংয়ের কাছে আমি দেড় মাসের একটি ফিটনেস ক্যাম্পের অনুরোধ জানিয়েছি। সেটা করতে পারলে তখন ফিটনেস নিয়ে আরো গভীর এবং বিশেষায়িত পর্যায়ে কাজ করা যাবে।’
বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নারী ক্রীড়াবিদ জুই। বিকেএসপির সাবেক শিক্ষার্থী অ্যাথলেট হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তেমনি দক্ষিণ এশিয়া, ইসলামিক গেমসসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক পেয়েছেন। কোচ হিসেবে নিজেকে নিয়েছেন ভিন্ন উচ্চতায়। অ্যাথলেটিক্সে জাম্প কোচিংয়ে তার রয়েছে সর্বোচ্চ ডিগ্রি। কোচিংয়ের পাশাপাশি তিনি খেলাধূলার উপর পিএইচডি সনদও পেয়েছেন।
অ্যাথলেটিক্স ফেডারেশন সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তাকে জাম্পের কোচ করেছিল। জুই নিজ ডিসিপ্লিনের বদলে ক্রিকেটেই কাজ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাহিম স্যার (বিসিবি পরিচালক) আগে থেকেই বিকেএসপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিকেএসপির সম্মতিতেই ক্রিকেটে কাজ শুরু করা। অ্যাথলেটিক্স তো আমার রক্তেই। অ্যাথলেটিক্সে কাজ আগে করেছি আবারও করবো। অন্য খেলায় একটি কাজের সুযোগ পেলাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’ অন্য ডিসিপ্লিন থেকে আসলেও জ্যোতিদের কাছ থেকে বেশ আন্তরিকতাই পেয়েছেন জুই। তার কথায়,‘ক্রিকেট দলে অনেক মেয়েই রয়েছে বিকেএসপির। কেউ আমাকে শিক্ষক আবার কেউ সিনিয়র বোন হিসেবে পেয়েছে। আবার বিকেএসপির বাইরেও যারা এই দলে আছে তারাও আমাকে যথেষ্ট সম্মান-মর্যাদা প্রদর্শন করছে।’ ক্রিকেটে ছয় মাসের জন্য কাজের সুযোগ পেয়েছেন জুই। নিজের সামর্থ্যরে বিকাশ ঘটাতে পারলে অদূর ভবিষ্যতে অ্যাথলেটদেরও কাজের পথ প্রশস্ত হবে। বিসিবি অন্য ডিসিপ্লিনের মেধাবী ও যোগ্যদের কাজের সুযোগ প্রদান করে থাকে সব সময়ই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র