পাঁচে ৪ করতে হবে জ্যোতিদের!
০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৫ এএম

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে এক ম্যাচ এক ম্যাচ করে এগোতে চায় বাংলাদেশ। তবে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলেও পাঁচটির সবকটি ম্যাচই জিতে মূল পর্বে জায়গা করে নেওয়া নেওয়াই টাইগ্রেসদের মূল লক্ষ্য বলে দেশ ছাড়ার সময় জানিয়েছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সরোয়ার ইমরান। ভালো ক্রিকেট উপহার দিয়ে মূল আসরে জায়গা নিশ্চিতের কথা শুনিয়েছেন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।এ বছর সেপ্টেম্বর-অক্টোবরে আট দল নিয়ে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ চক্রের শীর্ষ ছয় দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। ৯ থেকে ১৯ এপ্রিল ছয় দল নিয়ে পাকিস্তানে হবে বাছাইয়ের লড়াই। লাহোরের দুই ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে হবে মোট ১৫টি ম্যাচ। খেলবে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। এখান থেকে শীর্ষ দুই দল পেয়ে যাবে ভারতের টিকিট, খেলবে বিশ্বকাপের মূল পর্বে।মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের আবির্ভাব ছেলেদের আগে। ১৯৭৩ সালে মেয়েদের প্রথম বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। সেই দেশেই ছেলেদের প্রথম বিশ্বকাপ হয় ১৯৭৫ সালে। বাংলাদেশের মেয়েরা এখন পর্যন্ত একবারই বিশ্বকাপের মূল পর্বে খেলেছে, ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আসরে। চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে নিগার সুলতানার দলকে ২০২১ সালে জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলতে যেতে হয়েছিল। কিন্তু তিন ম্যাচ খেলার পর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে বাছাইপর্ব বাতিল ঘোষণা করে আইসিসি। এমনকি বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারও ওমিক্রনে আক্রান্ত হন। বাছাইপর্ব বাতিল হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু এবার নিগারদের সেই সুযোগ নেই। বাছাইয়ে শীর্ষ দুইয়ে থেকেই ভারতের টিকিট কাটতে হবে। বাছাইয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে ছয় দলের সবাই সবার সঙ্গে একবার করে মুখোমুখি হবে। সেই হিসেবে একেকটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ।বাছাইয়ের পাঁচ প্রতিপক্ষের চারটিই এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে। থাইল্যান্ড ৯, পাকিস্তান ১০, আয়ারল্যান্ড ১১ ও স্কটল্যান্ড ১২ নম্বরে আছে। বাংলাদেশ আছে সাতে আর ওয়েস্ট ইন্ডিজ ছয়ে। গত জানুয়ারিতে নারী চ্যাম্পিয়নশিপ চক্রে এই ক্যারিবীয় মেয়েদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেই সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের। ওই সিরিজ হারের পর নারী চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট হয় সমান ২১। কিন্তু নেট রান রেটে নিগারের দল পিছিয়ে থাকায় মূল পর্বের টিকিট পেয়ে যায় কিউই মেয়েরা।এখন বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে কমপক্ষে চারটি ম্যাচ জিততে হবে। তিনটি জিতলেও হয়তো সম্ভব। সে ক্ষেত্রে নেট রান রেট ও অন্য দলের ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে। বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকেই ফেবারিট ভাবা হচ্ছে। পাকিস্তান র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের পেছনে থাকলেও নিজেদের মাটিতে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে। তবে বাংলাদেশের জন্য ভালো ব্যাপার হলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচ পরে। প্রথম তিনটি ম্যাচ থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। এই তিন ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে চাপে ফেলতে পারবে নিগারের দল।ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় একটি, হার তিনটি। পাকিস্তানের বিপক্ষে সমানে-সমান। ১৫ বারের দেখায় ৭ জয়ের বিপরীতে ৭ হার। ২০২৩ সালে মিরপুরে আরেকটি ম্যাচ হয়েছিল টাই। তবে সেই ম্যাচের সুপার ওভারের শেষ বলে চার মেরে বাংলাদেশকে জিতিয়েছিলেন অধিনায়ক নিগার। আয়ারল্যান্ডের বিপক্ষে নয়টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় ছয়টি, হার একটি আর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। বাছাইয়ের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দল কখনো ওয়ানডে খেলেনি।বাছাই পর্বের লড়াইয়ে নামার আগে পাকিস্তানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ এপ্রিল লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।
বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
১০ এপ্রিল থাইল্যান্ড সকাল সাড়ে ১০টা এলসিসিএ গ্রাউন্ড
১৩ এপ্রিল আয়ারল্যান্ড বিকাল ৩টা গাদ্দাফি স্টেডিয়াম
১৫ এপ্রিল স্কটল্যান্ড বিকাল ৩টা গাদ্দাফি স্টেডিয়াম
১৭ এপ্রিল উইন্ডিজ সকাল সাড়ে ১০টা এলসিসিএ গ্রাউন্ড
১৯ এপ্রিল পাকিস্তান সকাল সাড়ে ১০টা এলসিসিএ গ্রাউন্ড
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

বরিশাল জাতীয় পর্যায়ের ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ট্রাম্প ইসরায়েল ও ইহুদিদের ‘অসাধারণ বন্ধু’: নেতানিয়াহু

এবার জরুরি খাদ্য সহায়তাও বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনে গণহত্যা প্রতিরোধে মুসলিম দেশগুলোকে ঐক্যের বিকল্প নেই -হাফেজ নুরুন্নবী

আসছে হরর সিক্যুয়েল 'ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইন'

ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে কাজে বিএসএফের বাধা

তুরিন আফরোজের মোবাইল-ল্যাপটপে মিলেছে সরকারবিরোধী তথ্য : পুলিশ

যেভাবে গ্রেফতার করা হলো ব্যারিস্টার তুরিন আফরোজকে

প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

ট্রেনের পাওয়ার কারে যাত্রী পেলে চালককে শাস্তির নির্দেশ

পাকিস্তানে ১৫ এপ্রিল দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক জামায়াতে ইসলামী’র

ইসরায়েলিদের বিপক্ষে অবস্থান নিল ফ্রান্স

যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি পারমাণবিক আলোচনায় বসছে: ট্রাম্প

আমরা ইসরায়েলি কোম্পানি নই : বাটা

মতলবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

শুল্ক নিয়ে আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প

সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা উচিত: ভিপি নুর

রাত জেগে কেএফসি পাহারায় ছাত্রদল

বিদেশি ওমরাহযাত্রীদের সউদী ত্যাগের সময়সীমা জানাল সরকার

ফিলিস্তিন নিয়ে বিতর্কিত মন্তব্যে ভিক্টোরিয়া কলেজের শিক্ষিকার