উৎসবের নগরী মুম্বাই
ফাইনাল শেষে মাঠে উদযাপন তো হয়েছেই, রাতভর পার্টি হয়েছে টিম হোটেলে। হারিকেন বেরিলের কারণে এরপর পিছিয়ে গেছে তাদের দেশে ফেরা। হোটেলে উদযাপন হয়েছে আরও কয়েক দফায়। এরপরও যেন রোমাঞ্চের শেষ নেই ভারতীয় ক্রিকেটারদের। দেশে ফেরার বিমানেও ট্রফি নিয়ে তাদের কত ছেলেমানুষি আনন্দ! সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ট্রফি নিয়ে খ্যাপাটে পোজ দিচ্ছেন রোহিত শর্মা, ট্রফিতে পরম...