পাকিস্তানের স্বপ্ন ভেসে যেতে পারে বন্যায়!
‘মেসির আঙিনায় ক্রিকেট বিশ্বকাপ’- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে লডারহিলের সেন্ট্রাল বোয়ার্ড পার্ককে এভাবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি খেলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাব ইন্টার মায়ামিতে, তা সবার জানা। মায়ামি মহানগর এলাকারই অন্তর্গত লডারহিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানে তো মেসির আঙিনাতেই খেলা। কিন্তু লডারহিলে খেলা হলে তো! এখন পর্যন্ত ২২টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সেন্ট্রাল বোয়ার্ড পার্ক কর্তৃপক্ষের...