এলবিডব্লিউ’র হিড়িক!
প্রথম দুই বলেই দুই এলবিডব্লিউয়ে শুরু করেছিল নামিবিয়া। এরপর ওমানকে অলআউট করার পথে তারা আরও চারবার এলবিডব্লিউয়ে শিকার ধরে। সবমিলিয়ে ওমানের ছয়জন ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন নামিবিয়ার বোলাররা। টি-টোয়েন্টি ক্রিকেটই এমন কিছু দেখা গেল এই প্রথম!গতকাল সকালে বার্বাডোজে নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ইনিংসের প্রথম দুই বলেই ওমানের দুজনকে সাজঘরে পাঠিয়েছিলেন এলবিডব্লিউ বানিয়ে। কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস ফিরে গিয়েছিলেন...