যুবরাজ ও পোলার্ডের পর দীপেন্দ্রর ৬ ছক্কার রেকর্ড
ছয় মাস আগে ৯ বলে ফিফটির বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান এবার নতুন এক কীর্তিতে নাম তুলেছেন রেকর্ডের পাতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ঐরি।
ওমানের আল আমেরাতে এসিসি মেন’স প্রিমিয়ার কাপের ম্যাচে শনিবার কাতারের বিপক্ষে এই ঝড় তোলেন দিপেন্দ্রা। ইনিংসের শেষ ওভারে মিডিয়াম পেসার কামরান খানের সব ডেলিভারিই তিনি আছড়ে ফেলেন সীমানার ওপারে।
ভারতের যুবরাজ সিং ও...