পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন আমির-ইমাদ
০৯ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পিএম
বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েই যে অবসর ভাঙার ঘোষণা দিয়েছিলেন এবার মিলল তার প্রমাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রত্যাশিতভাবে পাকিস্তান দলে ফিরেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহাম্মদ আমির। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দুই মারকুটে ব্যাটসম্যান উসমান খান ও ইরফান খান।
বাবর আজমের নেতৃত্বে মঙ্গলবার ১৭ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্ব হারানো পেসার শাহিন শাহ আফ্রিদিও আছেন দলে। এই সিরিজ দিয়ে আবার নেতৃত্বে ফিরলেন বাবর।লম্বা সময় পর চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নাসিম শাহ।
লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেন চার নির্বাচক ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইউসুফ, আবদুল রাজ্জাক ও আসাদ শফিক।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আমির সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে ২০১৯ সালের জুলাইয়ে হুট করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন। পরের বছর ছেড়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটই।
তবে বিভিন্ন লিগে খেলছেন তিনি। চলতি মাসে শেষ হওয়া পিএসএলেও খেলেছেন আমির। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ওভারপ্রতি প্রায় সাড়ে আট করে রান দিয়ে ৯ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।
পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ৫০ ম্যাচ খেলে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৭৭ ম্যাচ খেলা এই পেসারের শিকার ৩২৫ উইকেট।
আমিরের মতো ইমাদও অবসরের ঘোষণা দেন গত নভেম্বরে বোর্ডের উপর ক্ষোভ থেকে। তিনিও আলো ছড়িয়েছেন এবারের পিএসএলে। টুর্নামেন্টে শিরোপা জেতে তার দল ইসলামাবাদ ইউনাইটেড। ফাইনালে ২৩ রানে ৫ উইকেট নেওয়ার পর গুরুত্বপূর্ণ সময়ে খেলেন ১৯ রানের অপরাজিত ইনিংস। ম্যান অব দা ফাইনালও হন এই অলরাউন্ডার। প্লে অফে অন্য দুই ম্যাচেও সেরা খেলোয়াড় হন ইমাদ।
পাকিস্তানের হয়ে ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। ৬৫ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৪৮৬ রান। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন তিনি গত বছরের এপ্রিলে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন নিজেকে খুঁজে ফেরা বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। দলের ম্যানেজার ও নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজ জানান, ফিট না থাকায় বিবেচনা করা হয়নি গতিময় পেসার হারিস রউফকে।
গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করা ওপেনার উসমানের হঠাৎ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জার্সিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। উসমান পাকিস্তান ক্যাম্পে যোগ দেওয়ায় তাকে নিষিদ্ধও করে সংযুক্ত আরব আমিরাত। তবে, বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে উসমান ঠিকই চলে এলেন পাকিস্তান দলে।
পিএসএলে এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা ইরফান পান সেরা ফিল্ডারের পুরস্কার। ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে করেন ১৭১ রান। পাকিস্তানের হয়ে ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেন তিনি।
আমির ও ইমাদকে ফেরানোর বিষয়ে ওয়াহাব অন্যদের চোট ও ফর্মহীনতার প্রসঙ্গ টেনে বলেন, ‘ইমাদ ও আমিরকে দলে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়াটা সহজই ছিল। তারা খেলার জন্য প্রস্তুত আর হারিস রউফের চোট এবং মোহাম্মদ নেওয়াজের বর্তমান ফর্মও ছিল বিবেচনায়। আমির ও ইমাদ যে ম্যাচ জেতানো খেলোয়াড়, সেটা অস্বীকারের সুযোগ নেই। আমরা বিশ্বাস করি, দলের লক্ষ্য-উদ্দেশ্য পূরণে তাঁরা বলিষ্ঠ পারফরম্যান্স করবেন।’
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ২০ ও ২১ এপ্রিল। আর লাহোরে শেষ দুই টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ এপ্রিল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখার জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান, জামান খান।
রিজার্ভ: হাসিবউল্লাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, আঘা সালমান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত