হুমকিতে ব্রাজিলের ফুটবল
মাঠে সময়টা ভীষণ খারাপ কাটছে ব্রাজিল দলের। চ্যালেঞ্জিং এই সময়ে কিনা আরও বড় সমস্যার মুখে পড়ার হুমকিতে পড়েছে তারা। আদালতের রায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেসকে সরানোর প্রেক্ষিতে বোর্ডকে সতর্ক করে চিঠি দিয়েছে ফিফা।গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফ এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রদ্রিগেস। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ ডিসেম্বর রদ্রিগেসকে ছাঁট্ইায়ের নির্দেশ দেয় রিও...