জাকিরের বিদায়ের পর শান্তর ঝড়ো শুরু
ত্রয়োদশ ওভারে এজাজ প্যাটেলের নিখুঁত টার্নিং ডেলিভারিতে সমাপ্তি ঘটে জাকির হাসানের অস্বস্তিকর ইনিংসের। ১ চারে ৪১ বলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি।
এরপর ক্রিজে এসে ইতিবাচক ব্যাটিং শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তার ছক্কা-চারে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। ২৫ বলেই ৩ ছক্কা ও ২ চারে ৩১ রান করে ফেলেছেন অধিনায়ক। মাহমুদুল হাসান জয় ব্যাটে...