পাকিস্তানের নির্বাচক প্যানেলে সালমান বাট
বিশ্বকাপ ব্যর্থতার পর একের পর এক চমক দিয়েই যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চমক সম্ভবত সবকিছুকেই ছাড়িয়ে গেছে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক সদস্য হিসেবে কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমের সাথে সালমান বাটকেও নিয়োগ দিয়েছে পিসিবি।
আকমল ও আনজুম এর আগে বিভিন্ন পর্যায়ে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তবে বিস্ময় হয়ে এসেছে সালমানের নাম। স্পট ফিক্সিংয়ের দায়ে লম্বা সময় নিষিদ্ধ...