বিশ্বকাপের ব্যর্থ একাদশে বাংলাদেশের ২
ভারতের মাটিতে কোহলি-রোহিতদের দম্ভচূর্ণ করে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে অবশেষে পর্দা নেমেছে দেড় মাসের ক্রিকেটযজ্ঞের। হাসি, কান্না, আনন্দ, দুঃখ, উল্লাসে ফেটে পড়া কিংবা হতাশায় মুষড়ে পড়া- ক্রিকেট বিশ্বকাপের দেড় মাসের এই স্বপ্নযাত্রায় প্রায় সবকিছুর দেখাই মিলেছে। দুর্দান্ত এই ক্রিকেট টুর্নামেন্ট গোটা ক্রিকেটবিশ্বের সমর্থকদের হৃদয়ে সৃষ্টি করেছে আলোড়ন, দিয়েছে অন্য রকমের অনুভূতি।বিশ্বকাপে যারা আলো ছড়িয়েছেন তাদের নিয়ে অনেকেই গড়েছেন বিশ্বকাপের সেরা...