বিশ্বকাপ সেরা একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ২, ভারতের ৬ জন!
২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বলা চলে সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসরটিই ইতিহাসের অন্যতম সেরা আসর। গতপরশু টুর্নামেন্টের জমজমাট ফাইনালে স্বাগতিক ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুললো অস্ট্রেলিয়া। দেড়মাস ব্যাপী আসর শেষে বিশ্বকাপের সেরা পারফরমারদের নিয়ে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল ঘোষিত এই একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার জায়গা না পেলেও ফাইনালে হেরে যাওয়া ভারতের ৬ খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। কিন্তু সদ্য বিশ্বকাপ শিরোপা জয়ী অস্ট্রেলিয়ার মাত্র ২জন ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির সেরা একাদশে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার আছেন এই একাদশে। এরা হলেন- কুইন্টন ডি কক, ড্যারেল মিচেল ও দিলশান মাদুশঙ্কা। ভারতীয়দের মধ্যে আছেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পাকে রাখা হয়েছে একাদশে।
আইসিসি সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। কুইন্টন ডি কককে রাখা হয়েছে উইকেটরক্ষক হিসেবে। এবারের বিশ্বকাপে রোহিত ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করেন। বিশ্বকাপে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক। টুর্নামেন্টে মোট ১১ ম্যাচ খেলে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেন ডানহাতি এই ব্যাটার। ড্যারেল মিচেল করেন ৫৫২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। কিউই ব্যাটারের পরে থাকা লোকেশ রাহুল করেছেন ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান। তালিকার ষষ্ঠস্থানে থাকা গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আইসিসি সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। বিশ্¦কাপে এই অজি অলরাউন্ডার ৪০০ রানের সঙ্গে ৬টি উইকেটও শিকার করেন। একাদশে থাকা রবীন্দ্র জাদেজা ১৬টি উইকেট শিকারের পাশাপাশি ১২০ রান করেন। জাসপ্রিত বুমরাহ ১৮.৬৫ গড়ে শিকার করেছেন ২০ উইকেট। এছাড়া লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা ২৫ গড়ে ২১ উইকেট তুলে নেন বিশ্বকাপে। সেরা একাদশের ১০ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা ২৩টি উইকেট নেন বিশ্বকাপে। সর্বশেষ ভারতীয় পেসার মোহাম্মদ শামি ২৪ উইকেট শিকার করে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ট কোয়েৎজিকে। বিশ্বকাপে ডানহাতি এই প্রোটিয়া পেসার ২০ উইকেট শিকার করেন বিশ্বকাপে।
আইসিসির বিশ্বকাপসেরা একাদশ
১. কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), দক্ষিণ আফ্রিকা
২. রোহিত শর্মা (অধিনায়ক), ভারত
৩. বিরাট কোহলি, ভারত
৪. ড্যারেল মিচেল, নিউজিল্যান্ড
৫. লোকেশ রাহুল, ভারত
৬. গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া
৭. রবীন্দ্র জাদেজা, ভারত
৮. জাসপ্রিত বুমরাহ, ভারত
৯. দিলশান মাদুশঙ্কা, শ্রীলঙ্কা
১০. অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়া
১১. মোহাম্মদ শামি, ভারত
দ্বাদশ সদস্য: জেরাল্ড কোয়েৎজি, দক্ষিণ আফ্রিকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন