বাটলারের পছন্দের তালিকায় নেই কোহলি-বাবর
নিজের স্বপ্নের একাদশে প্রথম পাঁচজনকে বেছে নিয়েছেন জশ বাটলার। সেরা পাঁচ জনে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজমকে রাখেননি ইংল্যান্ডের অধিনায়ক।
আইসিসির একটি অনুষ্ঠানে সম্প্রতি বাটলারকে স্বপ্নের একাদশ বেছে নিতে বলা হয়। কোহলি-বাবরকে ছাড়া একাদশে সেরা পাঁচজনকে বেছে নেন বাটলার। ওপেনার হিসেবে দু’জনকে, একজন করে অলরাউন্ডার, স্পিনার ও পেসার বেছে নিয়েছেন বাটলার।
ওপেনার হিসেবে ভারতের অধিনায়ক...