বিশ্বকাপের আগে চোটে স্মিথ, স্টার্ক!
বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। এরমধ্যে চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত সিরিজের দল থেকে ছিটকে গেছেন দুজনই। এদিকে কব্জির চোটে থাকায় আগেই অনিশ্চিত হন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তাকে স্কোয়াডে রাখলে খেলা নিয়ে নিশ্চয়তা না থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অজিদের নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ।
স্মিথ-স্টার্ক ও কামিন্স চোটে থাকলেও...