গুরবাজ ১০০ নট আউট, ছুটছে আফগানিস্তানের ওপেনিং জুটি
নাসিম শাহয়ের গতি, শাহিন শাহ আফ্রিদির সুইং কিংবা হারিস রউফের লাইন লেন্থ- কোনো কিছুই টলাতে পারছে না আফগানিস্তানের ওপেনিং জুটিকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতার পর এবার রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জদরান। সেঞ্চুরি পূর্ণ করে ছুটছেন গুরবাজ।
১২২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন গুরবাজ। আফ্রিদির বল ডিপ থার্ড ম্যানে পাঠিয়ে শতক পূর্ণ করেন। তার...