আগে এশিয়া কাপের অধিনায়ক!
গত সপ্তাহে হঠাৎই নেতৃত্ব ছেড়েছেন তামিম ইকবাল। তার পর থেকেই বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিসিবি সেজন্য ডাক দেয় পরিচালনা পর্ষদের জরুরি সভার। তবে সেখানে আসেনি কোনো সিদ্ধান্ত। সভা শেষে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিবেচনায় থাকা সম্ভাব্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনা...